অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়ির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন আজ। এ উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৫০ পাউন্ডের কেক কাটেন বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া।

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দেশে দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাশা করেন তারা।

এর আগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাত ১১টা থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সমাগম হয়। হাজার হাজার নেতাকর্মীর ‘শুভ শুভ জন্মদিন, তারেক ভাইয়ের জন্মদিন’ স্লোগান পুরো এলাকাকে সরগরম করে রাখে।

২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এক আলোচনাসভা করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ডাক নাম পিনু। তারেক রহমান ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শ্রেণি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের বড় মেয়ে ডা. জোবাইদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক।

১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পদ লাভের মধ্যদিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ করেন তিনি। ১৯৯৬ সালে জেলা বিএনপির সদস্য হন। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত করে বিএনপির স্থায়ী কমিটি। বর্তমানে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে প্যারোলে জামিন পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বপরিবারে লন্ডনে যান। লন্ডনে থাকা অবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় এখনো যুক্তরাজ্যেই অবস্থান করছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

তারেক রহমানের জন্মদিন আজ

আপডেট টাইম : ০২:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়ির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন আজ। এ উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৫০ পাউন্ডের কেক কাটেন বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া।

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দেশে দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাশা করেন তারা।

এর আগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাত ১১টা থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সমাগম হয়। হাজার হাজার নেতাকর্মীর ‘শুভ শুভ জন্মদিন, তারেক ভাইয়ের জন্মদিন’ স্লোগান পুরো এলাকাকে সরগরম করে রাখে।

২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এক আলোচনাসভা করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ডাক নাম পিনু। তারেক রহমান ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শ্রেণি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের বড় মেয়ে ডা. জোবাইদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক।

১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পদ লাভের মধ্যদিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ করেন তিনি। ১৯৯৬ সালে জেলা বিএনপির সদস্য হন। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত করে বিএনপির স্থায়ী কমিটি। বর্তমানে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে প্যারোলে জামিন পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বপরিবারে লন্ডনে যান। লন্ডনে থাকা অবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় এখনো যুক্তরাজ্যেই অবস্থান করছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।