পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী Logo Logo তিস্তার ভাঙনে বৃদ্ধা “মোমেনা ও জামিলার” চেখে জল Logo তোমাকে গুলি করে হত্যা করা হবে’, সমন্বয়ক এলমার স্বামীকে হুমকি Logo জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে Logo সীমান্তে ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ Logo সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি Logo লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ Logo এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামাতের বিক্ষোভ মিছিল

আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে বিএনপি : সুরঞ্জিত

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে। কিন্তু তাদের এ ধরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা আগে বলেছেন, এর পরে আন্দোলন ওর পরে আন্দোলন। এক সময় বললো ঈদের পরে আন্দোলন। ঈদের পর কিছু হল না। এখন বলছে আগামী জানুয়ারিতে আন্দোলন। এখন মধ্য ডিসেম্বর চলছে অথচ কোন আওয়াজ দেখা যায় না। সুতরাং এটাও আগের মত ফাঁকা আওয়াজ হবে। এতগুলো দলছুট নেতা নিয়ে যেই দল গঠিত তাদের নিয়ে আন্দোলন করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বিজয়ের ৪৩ বছর উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা লীগ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে। সেই লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কিছুদিন আগে প্রথানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর তাতেই আপনারা বলতে শুরু করেছেন এই নির্বাচন আন্দোলন নষ্ট করার জন্য দেয়া হচ্ছে। আমাদের নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচন এ সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। কারণ ন্যাড়া একবারই বেল তলায় যায়। অতীতে যে ভুল করেছেন তা বার বার করবেন না তিনি।

তিনি বলেন, ঢাকা সিটির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। অতীতে ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা ও নৈরাজ্যের পথ অনুস্মরণ করেছিলেন তা পরিহার করুন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কাদের মোল্লার ছেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে বিচার বিশ্ববাসী দেখেছে। ট্রাইব্যুনাল রায় দেয়ার পর উচ্চ আদালতে আপিল হয়েছে। সেই বিচার নিয়ে সে বলে তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা কত বড় স্পর্ধার বিষয়। তিনি বলেন, নিশ্চয় এর পেছনে কোন ষড়যন্ত্র আছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য সুজিত রায় নন্দি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান রাজিব, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী

আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে বিএনপি : সুরঞ্জিত

আপডেট টাইম : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে। কিন্তু তাদের এ ধরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা আগে বলেছেন, এর পরে আন্দোলন ওর পরে আন্দোলন। এক সময় বললো ঈদের পরে আন্দোলন। ঈদের পর কিছু হল না। এখন বলছে আগামী জানুয়ারিতে আন্দোলন। এখন মধ্য ডিসেম্বর চলছে অথচ কোন আওয়াজ দেখা যায় না। সুতরাং এটাও আগের মত ফাঁকা আওয়াজ হবে। এতগুলো দলছুট নেতা নিয়ে যেই দল গঠিত তাদের নিয়ে আন্দোলন করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বিজয়ের ৪৩ বছর উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা লীগ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে। সেই লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কিছুদিন আগে প্রথানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর তাতেই আপনারা বলতে শুরু করেছেন এই নির্বাচন আন্দোলন নষ্ট করার জন্য দেয়া হচ্ছে। আমাদের নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচন এ সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। কারণ ন্যাড়া একবারই বেল তলায় যায়। অতীতে যে ভুল করেছেন তা বার বার করবেন না তিনি।

তিনি বলেন, ঢাকা সিটির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। অতীতে ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা ও নৈরাজ্যের পথ অনুস্মরণ করেছিলেন তা পরিহার করুন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কাদের মোল্লার ছেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে বিচার বিশ্ববাসী দেখেছে। ট্রাইব্যুনাল রায় দেয়ার পর উচ্চ আদালতে আপিল হয়েছে। সেই বিচার নিয়ে সে বলে তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা কত বড় স্পর্ধার বিষয়। তিনি বলেন, নিশ্চয় এর পেছনে কোন ষড়যন্ত্র আছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য সুজিত রায় নন্দি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান রাজিব, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।