
মোঃ রাসেল আহম্মাদ রিয়াদ
দিন দিন মানুষ যতিই আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে ততই বেপরোয়া ও অপকর্মের
দিকে ধাপিত হচ্ছে। মানুষের নৈতিকতার ঘটছে অবক্ষয় কমছে মানুষের দয়া মায়া
কোন হৃদয়বান বাবা-মা কি পাড়ে তার সন্তানটিকে মেরে ফেলতে।
এমনি এক ঘটনা ঘটেছে বি-বাড়িয়ার কসবা থানার কুটি চৌমুহুনী এলাকায়। এলাকার
স্থানীয় লোকদের মতামত তারা রাস্তার পাশে খালের ধারে একটি বন্তা দেখতে
পায় যার থেকে দুর্গন্ধা বেরুচ্ছে। কৌতুহলবসত বস্তাটি খুলে দেখতে পান এটি
নবজাতক শিশুর লাশ। ধারনা করা হয় লাশটি বেশ কয়েক দিন আগের ।