
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. দুলাল (৪০)। নিহত দুলাল হাসন্দী গ্রামের বদিউজ্জামান মুন্সি বাড়ির মৃত মনসুর আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
শনিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে দর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত দুলালকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে পালেরহাট এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।