
বাংলার খবর২৪.কম: রাজধানীর মগবাজারের দিলুরোডে বোমা মেরে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দিলু রোডের বাসা থেকে ব্যবসায়ী আবুল কাশেম কর্মচারীদের সঙ্গে নিয়ে বের হন। এ সময় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বোমার বিস্ফোরণ ঘটিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বোমার আঘাতে আহত হন ব্যবসায়ী আবুশল কাশেম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।