
বাংলার খবর২৪.কম : সিসি ক্যামেরায় ছবি দেখে চোর শনাক্ত করলেন ঢাকা মেডিকেল থেকে হারিয়ে যাওয়া নবজাতকের নানি গুলে নূর বেগম। দুপুর ২টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের রুমে সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু হয়। দেখতে দেখতে এক সময় নবজাতকের নানী গুলে নূর বেগম চিৎকার করে বলে ওঠেন ‘এইটে আমার নাতনি। এইটা চোর’। তখন বার বার তাকে দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে নবজাতকটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুশফিকুর রহমান তখন কর্মচারীদের ডেকে বলেন- তারা কেউ এই নারীকে চেনে কি না?
তিনি বলেন- আমাদের কর্মচারীরা কেউ তাকে চেনে না। আমরা সিসি ক্যামেরার ফুটেজ থেকে তার ছবি গোয়েন্দা বিভাগের কাছে দিয়ে দেব। তারা তাকে খোঁজার চেষ্টা করবে।
অন্যদিকে বাচ্চা চুরির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল ৮টার দিকে বাচ্চা চুরির ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া গেটে দায়িত্বরত আনসার সদস্য নাজিমকে ক্লোজড করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মুশফিকুর রহমান বলেন, বাচ্চা চুরির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া গেটে দায়িত্বরত আনসার সদস্য নাজিমকে ক্লোজড করা হয়েছে। বাচ্চা কীভাবে বাইরে গেল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চুরি হওয়া বাচ্চার মা রুনা বেগম (২৭) বলেন, তারা শ্যামলীর মনিরের বাসায় ভাড়া থাকেন। তার স্বামীর নাম কাউছার হোসেন বাবু। মঙ্গলবার রাত ৩টার দিকে প্রসবজনিত কারণে অসুস্থ হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। এর দুই ঘণ্টা পরই জমজ ছেলে বাচ্চার জন্ম হয়। বুধবার সকালে এক নারী তার ওয়ার্ডে আসে।
তখন তার পরিচয় জানতে চাইলে তিনি জানান পাশের ওয়ার্ডে তার রোগী আছে। এ পরিচয়ে তার সঙ্গে বিভিন্ন গল্প করতে থাকেন ওই নারী। এর পর সে বাচ্চাকে কোলে নেয়। বৃহস্পতিবার সকাল ৮টায় ওই নারী আবার তার ওয়ার্ডে আসে এবং বাচ্চাটিকে কোলে নেয়। এর পর বাচ্চা নিয়ে হাঁটাহাঁটির একপর্যায়ে সে পালিয়ে যায়।