
ঢাকা: বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বেঁচে আছেন বলে বিশ্বাস করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।শনিবার দুপুরে সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রফিক-উল হক বলেন, ‘সালাহ উদ্দিন আটক হওয়ার পর তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমার বিশ্বাস তিনি এখনো বেঁচে আছেন। হয়তো কোথাও আটক হয়ে আছেন।’ পুলিশ সালাহ উদ্দিনের অবস্থান জানে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুব শিগগিরই ফিরিয়ে দেবেন।’ এছাড়া সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া নিয়ে ৮ এপ্রিল রিট শুনানিতে তার পক্ষে সহায়তা করবেন বলেও ঘোষণা দেন প্রবীণ এই আইনজীবী। তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের মতো এত বড় মানুষের অবস্থা যদি এমন হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে? এ অবস্থায় আমাদের যে কারো যে কোনো অবস্থা হতে পারে।’ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিল মন্তব্য করে রফিকুল হক বলেন, ‘আমি আশা করি- সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলে আবারো ভুল করবে।’