
ঢাকা : সাভারের বিরুলিয়া এলাকায় পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে হৃদয় ও শুভ নামে দুই শিশু নিহত হয়েছে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিরুলিয়া সেনানিবাসের পাশের বোমকা গ্রামের একটি খেলার মাঠে শিশু হৃদয়, শুভসহ কয়েকজন খেলা করছিল। এসময় একটি পরিত্যাক্ত গ্রেনেড পেয়ে তা তুলে নিয়ে পকেটে রেখে দেয় শুভ। অন্য শিশুরাও তার সাথেই ছিল। কিছুক্ষন পরেই শিশুরন শুভর পকেটে থাকা গ্রেনেডটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যায় শুভ। আর হৃদয় গুরুত্বর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় হৃদয়কে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। হৃদয় ও শুভ স্থানীয় শ্যামপুর জাহাঙ্গীর খান দারুল মাদ্রাসার শিক্ষার্থী। হৃদয়ের বাবার নাম শফিকুল ইসলাম এবং শুভর বাবার নাম আব্দুল। তাদের বাড়ী মইস্তাপাড়া এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী এসময় বিক্ষোভে ফেটে পড়েন।
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।