
রূপগঞ্জ করেসপন্ডেন্ট : সন্ত্রাসীদের দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় আশালয় নামে এক আবাসন কম্পানীতে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা নিরাপত্তাকর্মীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুরিয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।
কম্পানীর আঞ্চলিক কার্যালয়ের সুপার ভাইজার ওমর আলী জানান, গত কয়েকদিন ধরে সুরিয়াবো এলাকার চিহিৃত চাদাবাজ ও সন্ত্রাসী আওলাদ হোসেন, পিনু মিয়া, আবু কালাম, জমির আলী, সিপনসহ তাদের বাহিনী এক লাখ টাকা চাদা দাবী করে আসছে। বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা কার্যালয়ে এসে আবারো চাদার টাকা দাবী করে। এতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড, কার্যালয় ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে কম্পানীর নিরাপত্তাকর্মী নাজির হোসেন, তনু মিয়া ও সোবহান মিয়াকে পিটিয়ে আহত করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।