অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’ Logo সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Logo জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Logo ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করলে কঠোরভাবে দমন করা হবে-বগুড়া বিএনপি Logo নওগাঁয় আরপিএ’র ফ্রি মেডিকেল ক্যাম্প; দেওয়া হয়েছে গাছের চারা Logo ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে কমিউনিটি চিকিৎসক গ্রেপ্তার Logo রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা Logo জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি

নিরাপত্তা বেষ্টনীর অভাবেই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা : নিরাপত্তা বেষ্টনী ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাসচাপায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। এই বিশাল কর্মযজ্ঞের কোথাও কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি। অথচ এই পথ দিয়ে প্রতিঘন্টায় হাজার হাজার গাড়ি ও মানুষের যাতায়াত হচ্ছে। শ্রমিকের ও পথচারীদের নিরাপত্তার কথা না ভেবেই ভারী যন্ত্রপাতি দিয়ে শুরু থেকেই কাজ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

শনিবার সকালে মগবাজার চৌরাস্তায় বাসচাপায় দুই সহোদর নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এরপরই বিভিন্ন মহোল থেকে ফ্লাইওভারের কাজের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এভাবে খোলামেলা রেখে নির্মাণ পদ্ধতির সমালোচনা করেছেন অনেকেই। এর আগে দুই সহোদর মাজেদুল (১৮) ও আসাদুল (২০) বাসচাপায় নিহত হন। একই ঘটনায় মনির ওরফে মঞ্জু (২৩) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাসচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানাগেছে, নিহত দুই ভাই তিব্বত কলোনির লালমাঠ এলাকায় থাকেন। অন্যান্য দিনের মতো সকালে মগবাজার পাম্পের সামনে ফ্লাইওভারের কাজ করেন তারা। এসময় বেপরোয়া গতির প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস তাদের চাপায় দেয়। বাসটি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিল। ঘটনাস্থলেই তাদের দুইভাইয়ের মৃত্যু হয়। আহত হয় একজন।

দুই নির্মাণ শ্রমিকের এমন মৃত্যুর ঘটনাকে হত্যাকা- হিসেবে উল্লেখ করেছেন স্থাপতি ইকবাল হাবীব বলেন, ‘অনেক বার আমরা বলেছি নির্মাণ শিল্পে নিরাপত্তা, বিধি-বিধান না থাকায় এই হত্যাকা- ঘটছে। নির্মাণকালীন সময় শ্রমিকদের কোনো প্রকার নিরাপত্তার কথা চিন্তা করছে না কোনো পক্ষ। পোশাক কারখানায় বড় ধরণের দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই এই শিল্পে। যতক্ষণ নির্মাণ শিল্পের বিধি-বিধান ঠিক না হবে, ততক্ষণ এমন মৃত্যু চলতেই থাকবে।’

দুর্ঘটনার নামে শ্রমিকদের হত্যা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’

নিরাপত্তা বেষ্টনীর অভাবেই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫

ঢাকা : নিরাপত্তা বেষ্টনী ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাসচাপায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। এই বিশাল কর্মযজ্ঞের কোথাও কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি। অথচ এই পথ দিয়ে প্রতিঘন্টায় হাজার হাজার গাড়ি ও মানুষের যাতায়াত হচ্ছে। শ্রমিকের ও পথচারীদের নিরাপত্তার কথা না ভেবেই ভারী যন্ত্রপাতি দিয়ে শুরু থেকেই কাজ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

শনিবার সকালে মগবাজার চৌরাস্তায় বাসচাপায় দুই সহোদর নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এরপরই বিভিন্ন মহোল থেকে ফ্লাইওভারের কাজের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এভাবে খোলামেলা রেখে নির্মাণ পদ্ধতির সমালোচনা করেছেন অনেকেই। এর আগে দুই সহোদর মাজেদুল (১৮) ও আসাদুল (২০) বাসচাপায় নিহত হন। একই ঘটনায় মনির ওরফে মঞ্জু (২৩) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাসচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানাগেছে, নিহত দুই ভাই তিব্বত কলোনির লালমাঠ এলাকায় থাকেন। অন্যান্য দিনের মতো সকালে মগবাজার পাম্পের সামনে ফ্লাইওভারের কাজ করেন তারা। এসময় বেপরোয়া গতির প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস তাদের চাপায় দেয়। বাসটি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিল। ঘটনাস্থলেই তাদের দুইভাইয়ের মৃত্যু হয়। আহত হয় একজন।

দুই নির্মাণ শ্রমিকের এমন মৃত্যুর ঘটনাকে হত্যাকা- হিসেবে উল্লেখ করেছেন স্থাপতি ইকবাল হাবীব বলেন, ‘অনেক বার আমরা বলেছি নির্মাণ শিল্পে নিরাপত্তা, বিধি-বিধান না থাকায় এই হত্যাকা- ঘটছে। নির্মাণকালীন সময় শ্রমিকদের কোনো প্রকার নিরাপত্তার কথা চিন্তা করছে না কোনো পক্ষ। পোশাক কারখানায় বড় ধরণের দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই এই শিল্পে। যতক্ষণ নির্মাণ শিল্পের বিধি-বিধান ঠিক না হবে, ততক্ষণ এমন মৃত্যু চলতেই থাকবে।’

দুর্ঘটনার নামে শ্রমিকদের হত্যা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।