
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের সদর উপজেলার চররুহিতা গ্রামে গৃহবধূ শিল্পী আক্তারকে পিটিয়ে হত্যা করেছে স্বামী আজিজুর রহমান। এ ঘটনায় নিহতের স্বামী আজিজুর রহমানকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের টবর গৌড়া এলাকায় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শিল্পী আক্তারের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আজিজুর রহমানকে গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। তবে শাশুড়ি, দেবরসহ বাকিরা সবাই পলাতক রয়েছে। আজিজুর চররুহিতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
নিহতের পিতা আবুল কালাম ও বড় ভাই লোকমান হোসেন জানায়, বিয়ের পর থেকে শিল্পীকে যৌতুকের জন্য নানা ভাবে চাপ সৃষ্টি ও মারধর করে স্বামী ও পরিবারের লোকজন। বুধবার রাতে আবার যৌতুকের জন্য শিল্পীকে মারধর করলে সে চট্টগামেই অসুস্থ হয়ে রাতেই সে মারা যায়। পরে নিহতের বাবা ও ভাই সদর থানা পুলিশের সহায়তা নিয়ে চট্টগ্রাম থেকে বিকেলে নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর নিয়ে আসে।