পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী Logo Logo তিস্তার ভাঙনে বৃদ্ধা “মোমেনা ও জামিলার” চেখে জল Logo তোমাকে গুলি করে হত্যা করা হবে’, সমন্বয়ক এলমার স্বামীকে হুমকি Logo জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে Logo সীমান্তে ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ Logo সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি Logo লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ Logo এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামাতের বিক্ষোভ মিছিল

শার্শার আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই (৩৮), বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভুট্টো (৪২), যুবলীগ নেতা শফিক ধাবক, রেজাউল (৩২), দোকানদার সুরঞ্জিত ও পথচারীসহ ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন শফিক ধাবক ও আব্দুল হাই। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বোমার আঘাতে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সাতমাইল পশু হাটটি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সমর্থক বাগআঁচড়া ইউপি চেয়ারমান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস কবির বকুলের নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে ইজারার মাধ্যমে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক আব্দুল লতিফ ধাবক পশুহাটটি পায় এবং প্রশাসন থেকেই দখলে নেওয়া হয়। এরপর থেকে বকুল গ্রুপ ও ধাবক গ্রুপের মধ্যে একের পর এক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বকুল সমর্থক ও আব্দুল লতিফ ধাবক সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ২০-২৫টি বোমার বিস্ফোরণ ও ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে যশোর ও বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগআঁচড়ায় দুইগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সাতমাইল পশুহাট নিয়ে বিরোধ চল আসছিল। পশুহাটটি দখল নিয়ে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী

শার্শার আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট টাইম : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫

যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই (৩৮), বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভুট্টো (৪২), যুবলীগ নেতা শফিক ধাবক, রেজাউল (৩২), দোকানদার সুরঞ্জিত ও পথচারীসহ ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন শফিক ধাবক ও আব্দুল হাই। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বোমার আঘাতে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সাতমাইল পশু হাটটি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সমর্থক বাগআঁচড়া ইউপি চেয়ারমান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস কবির বকুলের নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে ইজারার মাধ্যমে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক আব্দুল লতিফ ধাবক পশুহাটটি পায় এবং প্রশাসন থেকেই দখলে নেওয়া হয়। এরপর থেকে বকুল গ্রুপ ও ধাবক গ্রুপের মধ্যে একের পর এক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বকুল সমর্থক ও আব্দুল লতিফ ধাবক সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ২০-২৫টি বোমার বিস্ফোরণ ও ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে যশোর ও বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগআঁচড়ায় দুইগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সাতমাইল পশুহাট নিয়ে বিরোধ চল আসছিল। পশুহাটটি দখল নিয়ে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।