পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী Logo Logo তিস্তার ভাঙনে বৃদ্ধা “মোমেনা ও জামিলার” চেখে জল Logo তোমাকে গুলি করে হত্যা করা হবে’, সমন্বয়ক এলমার স্বামীকে হুমকি Logo জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে Logo সীমান্তে ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ Logo সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি Logo লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ Logo এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামাতের বিক্ষোভ মিছিল

টিএসসিতে যৌন হয়রানি তথ্যের চেয়ে গালি বেশি আসছে পুলিশের ফোনে

ঢাকা : নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় তরুণীকে বিবস্ত্র ও যৌন হয়রানির ঘটনায় তথ্য সংগ্রহের জন্য পুলিশের প্রচারিত ফোন নম্বরে তথ্যকারীর পাশাপাশি গালমন্দকারীদেরও ফোন আসছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে তদন্ত কমিটি। ঘটনার পর অপরাধীদের শনাক্ত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ‘ফোন নম্বর ও মেইলে আইডি’ গণমাধ্যমে প্রচার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই ফোন নম্বরে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এরপর ওই ফোনে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে গালমন্দকারীদের ফোনের সংখ্যাই ছিলো বেশি।

বুধবার ডিএমপির এক কর্মকর্তা এই বিব্রতকর পরিস্থিতির কথা জানান। ঘটনার পর ডিএমপি দুই কমিটি গঠন করে। টিএসসিতে যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে ও পুলিশের গাফিলতি দেখতে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানির বিষয়টি খতিয়ে দেখা ও পুলিশের গাফিলতির বিষয়টি অনুসন্ধানের জন্য ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার কমিশনার (লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। ডিএমপির পক্ষ থেকে এই ঘটনায় কারও কাছে কোনও তথ্য বা ছবি থাকলে এবং জড়িতদের পরিচয় জেনে থাকলে কমিটির একটি নম্বর প্রকাশ করে তাতে ফোন করে জানানোর অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে শর্ত দেওয়া হয়েছিলো। এরপরই ওই নম্বরে ফোন করে তথ্যের পাশাপাশি গালমন্দও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা জানান, ইতিমধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্যের মধ্যে স্থিরচিত্র, ভিডিও ও ঘটনার বর্ণনা রয়েছে। যা ঘটনাটি তদন্তে সহায়তা করছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তবে এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের বিব্রতকর পরিস্থিতির কথাও যোগ করেন। তিনি বলেন, ‘তথ্য দেওয়ার পাশাপাশি অনেকে ফোন করে গালমন্দ করে। কেউকেউ ফোন রিসিভকারী কর্মকর্তাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করছে। তাদের কথাও শোনা হচ্ছে।’

কি ধরনের নম্বর থেকে এই ফোন আসে? এমন প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘ভাইবার, লাইন, ইমু, ট্যাংগো ও হোয়াটস আপ দিয়ে এসব কল করেছে। এছাড়াও বিদেশি নম্বর থেকেও ফোন আসে।’

তবে সব পক্ষেরই কল রিসিভ করছে পুলিশ। এসব কলকারীকে চিহ্নিত না করা গেলেও তাদের নীতিগত অবস্থান বোঝার চেষ্টা করছে পুলিশ। অনেকে শত্রুতার জের ধরে ব্যক্তিগতভাবে কাউকে হয়রানি করার জন্যও তথ্য দিচ্ছে বলে জানা গেছে। একটি পক্ষ সাভারের ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিষয়ে তথ্য দেওয়ার পর স্থানীয় থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নববর্ষের দিনে তার মোবাইলের নেটওয়ার্কিং এলাকা পরীক্ষা শেষে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এই ব্যক্তি ঘটনার দিন সাভারেই ছিলেন। একটি পক্ষ ব্যক্তিগত শত্রুতার জের ধরে পুলিশি হয়রানি করানোর জন্য তার বিষয়ে এই মিথ্যা তথ্য দিয়েছে।

এদিকে ঘটনার আটদিন পরও যৌন হয়রানির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। এমনকি ভিডিও ফুটেজ দেখে কাউকে চিহ্নিত করতেও পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লক্ষাধিক মানুষের ভিডিও ফুটেজে কারো চেহারাই স্পষ্ট না। এতে পুলিশ বিপাকে পড়েছে। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তা যথেষ্ট না।

এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। কাউকে আটকও করা যায়নি।’

তবে ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হবে। কমিটি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টিএসসির ঘটনায় তারা ভিডিও ফুটেজ ও অন্যান্য বেশকিছু ছবি সংগ্রহ করেছেন। এসব ছবি বিশ্লেষণ করে অন্তত ৫ বখাটের মুখাবয়ব স্থির ছবি হিসেবে নেয়া হয়েছে। ছবিগুলো কিছুটা অস্পষ্ট থাকায় তাদের শতভাগ চেনার উপায় নেই। এজন্য বিশেষজ্ঞ দিয়ে ছবিগুলোর চেহারা যাতে বোঝা যায় তার জন্য চেষ্টা চলছে। এরপর এসব ছবি বিজ্ঞাপন ও মিডিয়ার মাধ্যমে সবখানে ছড়িয়ে দেয়া হবে।

তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার ইব্রাহীম খান জানান, তারা ৫ জনের মতো বখাটের মুখাবয়বের স্থির চিত্র করেছেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, নববর্ষে টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার এসআই এ কে আজাদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী

টিএসসিতে যৌন হয়রানি তথ্যের চেয়ে গালি বেশি আসছে পুলিশের ফোনে

আপডেট টাইম : ০২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫

ঢাকা : নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় তরুণীকে বিবস্ত্র ও যৌন হয়রানির ঘটনায় তথ্য সংগ্রহের জন্য পুলিশের প্রচারিত ফোন নম্বরে তথ্যকারীর পাশাপাশি গালমন্দকারীদেরও ফোন আসছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে তদন্ত কমিটি। ঘটনার পর অপরাধীদের শনাক্ত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ‘ফোন নম্বর ও মেইলে আইডি’ গণমাধ্যমে প্রচার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই ফোন নম্বরে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এরপর ওই ফোনে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে গালমন্দকারীদের ফোনের সংখ্যাই ছিলো বেশি।

বুধবার ডিএমপির এক কর্মকর্তা এই বিব্রতকর পরিস্থিতির কথা জানান। ঘটনার পর ডিএমপি দুই কমিটি গঠন করে। টিএসসিতে যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে ও পুলিশের গাফিলতি দেখতে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানির বিষয়টি খতিয়ে দেখা ও পুলিশের গাফিলতির বিষয়টি অনুসন্ধানের জন্য ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার কমিশনার (লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। ডিএমপির পক্ষ থেকে এই ঘটনায় কারও কাছে কোনও তথ্য বা ছবি থাকলে এবং জড়িতদের পরিচয় জেনে থাকলে কমিটির একটি নম্বর প্রকাশ করে তাতে ফোন করে জানানোর অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে শর্ত দেওয়া হয়েছিলো। এরপরই ওই নম্বরে ফোন করে তথ্যের পাশাপাশি গালমন্দও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা জানান, ইতিমধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্যের মধ্যে স্থিরচিত্র, ভিডিও ও ঘটনার বর্ণনা রয়েছে। যা ঘটনাটি তদন্তে সহায়তা করছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তবে এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের বিব্রতকর পরিস্থিতির কথাও যোগ করেন। তিনি বলেন, ‘তথ্য দেওয়ার পাশাপাশি অনেকে ফোন করে গালমন্দ করে। কেউকেউ ফোন রিসিভকারী কর্মকর্তাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করছে। তাদের কথাও শোনা হচ্ছে।’

কি ধরনের নম্বর থেকে এই ফোন আসে? এমন প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘ভাইবার, লাইন, ইমু, ট্যাংগো ও হোয়াটস আপ দিয়ে এসব কল করেছে। এছাড়াও বিদেশি নম্বর থেকেও ফোন আসে।’

তবে সব পক্ষেরই কল রিসিভ করছে পুলিশ। এসব কলকারীকে চিহ্নিত না করা গেলেও তাদের নীতিগত অবস্থান বোঝার চেষ্টা করছে পুলিশ। অনেকে শত্রুতার জের ধরে ব্যক্তিগতভাবে কাউকে হয়রানি করার জন্যও তথ্য দিচ্ছে বলে জানা গেছে। একটি পক্ষ সাভারের ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিষয়ে তথ্য দেওয়ার পর স্থানীয় থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নববর্ষের দিনে তার মোবাইলের নেটওয়ার্কিং এলাকা পরীক্ষা শেষে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এই ব্যক্তি ঘটনার দিন সাভারেই ছিলেন। একটি পক্ষ ব্যক্তিগত শত্রুতার জের ধরে পুলিশি হয়রানি করানোর জন্য তার বিষয়ে এই মিথ্যা তথ্য দিয়েছে।

এদিকে ঘটনার আটদিন পরও যৌন হয়রানির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। এমনকি ভিডিও ফুটেজ দেখে কাউকে চিহ্নিত করতেও পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লক্ষাধিক মানুষের ভিডিও ফুটেজে কারো চেহারাই স্পষ্ট না। এতে পুলিশ বিপাকে পড়েছে। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তা যথেষ্ট না।

এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। কাউকে আটকও করা যায়নি।’

তবে ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হবে। কমিটি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টিএসসির ঘটনায় তারা ভিডিও ফুটেজ ও অন্যান্য বেশকিছু ছবি সংগ্রহ করেছেন। এসব ছবি বিশ্লেষণ করে অন্তত ৫ বখাটের মুখাবয়ব স্থির ছবি হিসেবে নেয়া হয়েছে। ছবিগুলো কিছুটা অস্পষ্ট থাকায় তাদের শতভাগ চেনার উপায় নেই। এজন্য বিশেষজ্ঞ দিয়ে ছবিগুলোর চেহারা যাতে বোঝা যায় তার জন্য চেষ্টা চলছে। এরপর এসব ছবি বিজ্ঞাপন ও মিডিয়ার মাধ্যমে সবখানে ছড়িয়ে দেয়া হবে।

তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার ইব্রাহীম খান জানান, তারা ৫ জনের মতো বখাটের মুখাবয়বের স্থির চিত্র করেছেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, নববর্ষে টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার এসআই এ কে আজাদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।