
রূপগঞ্জে ভূমিকম্প আতঙ্কে গার্মেন্টস ছুটি ঘোষণাশিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার বেলা সোয়া ১২টায় এ ভূমিকম্প অনুভূত হয়। উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশনের ভবনে ফাটল ও আউখাবো এলাকার অনুপম হোসিয়ারী ইন্ডাষ্ট্রিজ নামক পোশাক কারখানা হেলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভূমিকম্প অনুভূত হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ৫০জন আহত হয় বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অনুপম হোসিয়ারী ইন্ডাষ্ট্রিজের শ্রমিক রেহেনা আক্তার, মালতি রানী ও সোহেল মিয়া জানান, ভূমিকম্পে পোশাক কারখানা হেলে গেছে। নয়তলা ভবন থেকে শ্রমিকরা নীচে নামার সময় বহু নারী-পুরুষ আহত হয়েছে।
ফকির ফ্যাশন গার্মেন্টসের জেনারেল ম্যানেজার সোহেল আহমেদ জানান, চারতলা ভবনে সামান্য ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাটলের বিষয়টি বুয়েট ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। এজন্য গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। এজিএম শামীম আহমেদ জানান, শ্রমিকদের মধ্যে আতঙ্ক কাটাতেই বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে ভবন পরীক্ষা করা হবে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আউখাবো এলাকার অনুপম হোসিয়ারী ইন্ডাষ্ট্রিজ নামক পোশাক কারখানা হেলে পড়েছে আতঙ্কে ১ হাজার ২০০ শ্রমিক কারখানার বাইরে চলে আসে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়। সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে কারখানার সুপারভাইজার সোহরাব হোসেন জানান, অনুপম হোসিয়ারী ইন্ডাষ্ট্রিজ হেলে পড়েছে বিষয়টি সঠিক নয়। তবে তাৎক্ষণিকভাবে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ভূমিকম্পে উপজেলার উচুঁ দালানগুলো কাপতে থাকে। ঘর-বাড়ি ছেড়ে লোকজন খোলা জায়গায় চলে যান। স্কুল কলেজের শিক্ষার্থীরা ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। উপজেলার ভুলতা এলাকার কাশেম মোল্লা, তারাব এলাকা জহির মিয়া, হাটাব এলাকার বাবুলের দালান ঘরেও ফাটল দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, মুড়াপাড়া, তারাবো বাজার, বরপা, রূপসী এলাকার মার্কেটগুলোতে কাপতে থাকলে ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে বাইরে চলে আসেন। তবে বড় ধরণের কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।