
ঢাকা : ডেমরায় স্ত্রীর দায়ের করা করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের নির্দেশে স্বামী মো. কামরুজ্জামান কনককে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোররাতে রাতে ডগাইর পশ্চিমপাড়া এলাকায় কনকের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরন করলে আদালত তাকে কারাগারে পঠানোর নির্দেশ দেন।
কনক ঐ এলাকার মো. মজিদ ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের জন্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর ও মানসিক অত্যাচার শুরু করে। পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে কনকের স্ত্রী তার বিরুদ্ধে এ বছর আদালতে একটি মামলা দায়ের করে।
বাংলার খবর ডেস্ক : 


















