অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান Logo ঈদ যাত্রা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান Logo ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের কলেজছাত্রী Logo এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: বিআরটিএ চেয়ারম্যান Logo বাস টার্মিনালে বিআরটিএ অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা Logo পাটগ্রামে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন Logo বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে Logo বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান

প্রকাশ্যেই অজয়ের সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা কাজলের

বাংলার খবর২৪.কম: image_211_15468বলিউডে যেসব নায়িকাদের ইমেজ সবচাইতে পরিষ্কার কাজল তাদের মাঝেই একজন। কিন্তু আজকাল একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন কাজল। সম্প্রতি এক পার্টিতে মাতলামি করে অজয়কেও সবার সামনে দারুণ অপদস্থ করলেন এই অভিনেত্রী!
অজয় অভিনীত ওজনের সিংঘাম রিটার্নস-এর ব্যবসায়িক সাফল্যে নিজের বাসায় সিনেমার কাসট ও ক্রুদের জন্য এক পার্টি আয়োজন করেছিলেন অজয়। আর সেখানেই বিপত্তি ঘটান কাজল। অতিথি আপ্যায়নের দায়িত্বে ছিলেন কাজল। কিন্তু ঘটনা হয়ে দাঁড়ায় একদম উল্টো। দুই সন্তানের মা এই অভিনেত্রী অতিথি আপ্যায়নের বদলে মদ খেয়ে একদম মাতাল হয়ে পড়েন। এমনই মাতাল হন যে স্বামীর সাথে সবার সামনেই ঘনিষ্ঠ হবার চেষ্টা করেন ও আপত্তিকর আচরণ করেন। রক্ষণশীল মনোভাবের অজয় উপস্থিত মেহমানের সামনে হয়ে পড়েন দারুণ বিব্রত। পরে নিজেই সামলে নেন পার্টি ও স্ত্রীকে।
কিন্তু কাজলের এমন বেপরোয়া আচরণে ক্রমশ বলিউডে বাড়ছে কানাঘুষা। অজয় আর কাজলের সম্পর্কটা কি ভালো যাচ্ছে না? কাজলের হঠাৎ ফর্সা হতে চাওয়া, শাহরুখের সাথে আবার ঘনিষ্ঠ হওয়া, মদ খেয়ে মাতলামি এসবই কি তার এলোমেলো মানসিকতার প্রমাণ দিচ্ছে না? কারণ কি এসবের?
অবশ্য নিন্দুকেরা বলছেন অন্য কথা। তাদের মতে কাজল বরাবরই বেপরোয়া স্বভাবের। কেবল অজয়ের সাথে প্রেম ও বিয়ের ফলে নিয়ন্ত্রণে থাকতেন, অজয় তাঁকে অনেকটাই বদলে দিয়েছেন। দুজনে সিনেমা জগত থেকে দূরে গিয়ে ভালোই ছিলেন। কিন্তু আজকাল অজয় আবার ফিরে এসেছেন সিনেমায়। সাফল্যও পাচ্ছেন। আর সেটাই নাকি সহ্য করতে পারছেন না কাজল। আবারও হয়ে উঠেছেন বেপরোয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

প্রকাশ্যেই অজয়ের সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা কাজলের

আপডেট টাইম : ০৪:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: image_211_15468বলিউডে যেসব নায়িকাদের ইমেজ সবচাইতে পরিষ্কার কাজল তাদের মাঝেই একজন। কিন্তু আজকাল একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন কাজল। সম্প্রতি এক পার্টিতে মাতলামি করে অজয়কেও সবার সামনে দারুণ অপদস্থ করলেন এই অভিনেত্রী!
অজয় অভিনীত ওজনের সিংঘাম রিটার্নস-এর ব্যবসায়িক সাফল্যে নিজের বাসায় সিনেমার কাসট ও ক্রুদের জন্য এক পার্টি আয়োজন করেছিলেন অজয়। আর সেখানেই বিপত্তি ঘটান কাজল। অতিথি আপ্যায়নের দায়িত্বে ছিলেন কাজল। কিন্তু ঘটনা হয়ে দাঁড়ায় একদম উল্টো। দুই সন্তানের মা এই অভিনেত্রী অতিথি আপ্যায়নের বদলে মদ খেয়ে একদম মাতাল হয়ে পড়েন। এমনই মাতাল হন যে স্বামীর সাথে সবার সামনেই ঘনিষ্ঠ হবার চেষ্টা করেন ও আপত্তিকর আচরণ করেন। রক্ষণশীল মনোভাবের অজয় উপস্থিত মেহমানের সামনে হয়ে পড়েন দারুণ বিব্রত। পরে নিজেই সামলে নেন পার্টি ও স্ত্রীকে।
কিন্তু কাজলের এমন বেপরোয়া আচরণে ক্রমশ বলিউডে বাড়ছে কানাঘুষা। অজয় আর কাজলের সম্পর্কটা কি ভালো যাচ্ছে না? কাজলের হঠাৎ ফর্সা হতে চাওয়া, শাহরুখের সাথে আবার ঘনিষ্ঠ হওয়া, মদ খেয়ে মাতলামি এসবই কি তার এলোমেলো মানসিকতার প্রমাণ দিচ্ছে না? কারণ কি এসবের?
অবশ্য নিন্দুকেরা বলছেন অন্য কথা। তাদের মতে কাজল বরাবরই বেপরোয়া স্বভাবের। কেবল অজয়ের সাথে প্রেম ও বিয়ের ফলে নিয়ন্ত্রণে থাকতেন, অজয় তাঁকে অনেকটাই বদলে দিয়েছেন। দুজনে সিনেমা জগত থেকে দূরে গিয়ে ভালোই ছিলেন। কিন্তু আজকাল অজয় আবার ফিরে এসেছেন সিনেমায়। সাফল্যও পাচ্ছেন। আর সেটাই নাকি সহ্য করতে পারছেন না কাজল। আবারও হয়ে উঠেছেন বেপরোয়া।