
ফারুক আহমেদ সুজন : রূপগঞ্জ পূর্ব ও পশ্চিম সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
বুধবার মুশফিকুর রহমান রিপনকে আহ্বায়ক ও রমজান আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সাব-রেজিষ্ট্রি অফিস কল্যাণ সমিতি অফিস সূত্রে জানা যায়, রূপগঞ্জ পূর্ব ও পশ্চিম সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি নির্বাচন দীর্ঘদিন যাবৎ থেমে ছিল। অবশেষে দলিল লিখকদের দাবীর মুখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাব-রেজিষ্ট্রার সাবিকুন নাহার ও জহিরুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 

























