
সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দস্যুদের গুলিতে রবিউল ইসলাম (৩৫) নামে এক মৌয়াল গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে ওই মৌয়ালকে উদ্ধার করে তার সহকর্মীরা। রোববার সন্ধ্যার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি এলাকায় দস্যুদের আক্রমণের শিকার হন রবিউল। রবিউল ইসলামের বাবার নাম কেনা গাজ্ ীসাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামে তাদের বাড়ি। রবিউল ইসলামের শাশুড়ি শেফালী বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার পাশ নিয়ে সহকর্মীদের সঙ্গে সুন্দরবনে মধু কাটতে যান রবিউল ইসলাম। রোববার সন্ধ্যার দিকে দুস্যরা চাঁদা আদায়ের জন্য তাদের নৌকার গতিরোধ করার চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা করলে তাদের নৌকা উদ্দেশ্য করে গুলিবর্ষণ করে দস্যুরা। এতে রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এব্যাপারে পুলিশের কাছে এখনো কোন তথ্য নেই।
বাংলার খবর ডেস্ক : 


















