অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে! Logo বুড়িমারী স্থলবন্দরে অবৈধ ক্যান্সারের ওষুধ ও সিসা জব্দ, ভারতীয় ট্রাকচালক আটক Logo শিরোপা টিএফডি’র ঘরে, কলঙ্কের ছায়া বুটেক্সে: খেলাকেন্দ্রিক সংঘাতে উত্তেজনা, তদন্তে প্রশাসন Logo পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লেন বিএসএফ, বিজিবির প্রতিবাদ Logo পাটগ্রামে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউজিডিপি প্রকল্পের আওতায় বেঞ্চ বিতরণ Logo লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ Logo লালমনিরহাট দুই আসনে বিএনপির প্রার্থী হলেন যারা Logo প্রার্থীদের এই তালিকাই চূড়ান্ত নয় : মির্জা ফখরুল

আইলা আঘাতের ৬ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলীয় মানুষের জীবনযাত্রা

সাতক্ষীরা : আইলা আঘাতের ছয় বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক হতে পারিনি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বিশুদ্ধ খাবার পানির সংকট আরও বেড়েছে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। মিঠাপানির মাছ বিলুপ্ত হয়ে গেছে। গবাদি পশুর খাবার নেই। কমেছে কাজের সুযোগ। ফলে শত শত পরিবার হয়েছে স্থানচ্যুত।

খাদ্য নিরাপত্তা পড়ছে হুমকির মুখে। আর এসব কিছুর ওপর বেড়িবাঁধের অবস্থা এখনও নড়বড়ে, নাজুক। নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার এরই মধ্যে আবার টানা বর্ষা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা বিধ্বস্থ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের অবস্থা এমনই। এলাকাবাসী বলছেন, আইলা’র পরে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকা- পরিচালিত হলেও সাধারণ মানুষ তার প্রকৃত সুফল পায়নি। বহু মানুষ দেনা-দায়ে জড়িয়ে পড়েছেন। অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা’র প্রলয় কোনো মতে টিকে থাকা মানুষদের মেরুদ- পুরোপুরি ভেঙে গেছে। ২০০৯ সালের ২৫ মে আইলা আঘাত হানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

আইলার আঘাতে উপকূলীয় ১১ জেলা ক্ষতিগ্রস্থ হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা। আইলার ফলে এই চার উপজেলার প্রায় ১৩টি ইউনিয়ন নোনা পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, আইলা বিধ্বস্ত জনপদে আগেই খাবার পানির তীব্র অভাব ছিল। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ায় সব মিঠা পানির উৎস লবণাক্ত পানিতে ভরে যায়। লবণাক্ত পানি ঢুকে বহু গভীর নলকূপ অচল হয়ে গেছে। পানি সংকট নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে এলাকার সব মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি পৌঁছানো সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার বহু মানুষ দীর্ঘ দিন ধরে অস্বাভাবিক অবস্থায় জীবনযাপন করেছেন। এদের একটি অংশ এখনও কষ্টে দিন অতিবাহিত করছে। তিন বেলা ঠিকমতো খাবার যোগাড় করতে না পারায় এরইমধ্যে এ অঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ এলকা ছাড়তে বাধ্য হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বরে সুপার সাইক্লোন সিডর উপকূলীয় এলাকার জীবন, জীবিকা, প্রতিবেশ, কৃষি, অর্থনীতি, সামাজিক ও প্রাকৃতিক সুরক্ষাকে বিপর্যয়ের কোনায় ঠেলে দিয়েছিলো। আর আইলা এসে তাদের বিপন্নতার খাদে ছুঁড়ে ফেলেছে; যেখান থেকে এখনও মানুষ উঠে আসতে পারেনি।

সূত্র বলছে, রক্ষণাবেক্ষণের অভাব ও চরম অব্যবস্থাপনায় ষাটের দশকে নির্মাণ করা বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। এ কারণে ২০০৭ সালের পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা’র ধাক্কায় দেশের উপকূলীয় অঞ্চল লন্ড ভন্ড হয়। বিপন্ন হয় বহু মানুষের জীবন।

আইলা’র আঘাতে ৭৬ কিলোমিটার সম্পূর্ণ এবং ৩৬২ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছিলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, আইলায় তিন লাখ ২৩ হাজার চারশ’ ৫৪ একর ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয় । এ কারণে সহায় সম্বল হারিয়ে এলাকার মানুষ আশ্রয় নিয়েছিলো বেড়িবাঁধের উপর। এখনও বহু মানুষ সেই বেড়িবাঁধ ছাড়তে পারেনি।

বিশ্বুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে আইলা দুর্গত সাতক্ষীরা শ্যামনগর উপকুলীয় গ্রামগুলোতে। আষাঢ় মাসের শুরুতে বৃষ্টিপাত হলেও এখনো পানি সংকট নিরসন হয়নি। পানি সংকট কবলিত গ্রামগুলো হচ্ছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি, পাখিমারা, ঝাপা, খুটিকাটা, পদ্মপুকুর, গাবুরা ইউনিয়নের চকবারা, লেবুনিয়া, খলিসাবুনিয়া, সোরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের, দাতনেখালী, পোড়াকাটলা, গুমানতলী এবং আটুলিয়া ইউনিয়নের তালবেড়িয়া, পার্শেমারী, ছোটকুপুটসহ আরো কয়েকটি।

জীবন ধারণ করতে এসব গ্রামের নারীরা পায়ে হেটে ৩ থেকে ৪ মাইল দূর থেকে পুকুর বা বিভিন্ন হাওর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। অনিরাপদ পানি পান করার ফলে বাড়ছে পেটের পিড়াসহ নানা ধরনের রোগব্যাধী। আইলা‘র পর ছয় বছর পার হয়ে গেলেও এসব এলাকার বহুক্ষতিগ্রস্থ মানুষের জন্য আজো স্বাস্থ্য সম্মত খাওয়ার পানি ব্যবস্থা করা হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিধি।

আইলা‘য় সবচেয়ে ক্ষতিগ্রস্থ পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামের গৃহবধধু ফজিলা বেগম মরিয়াম(৩৫) ও নুরজাহান খাতুন (৩২) জানান, এলাকায় কোথাও কোনো স্বাস্থ্য সম্মত খাবার পানি নেই। নদী বা খাল বিলের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যায় না। কিন্তু নদীর পানিতে লবানক্তা এতোই বেশি যা মুখে দেয়া সম্ভব হয় না। ফলে পরিবারের সদস্যদের জীবন ধারনের লক্ষে প্রতিদিন কলস নিয়ে প্রায় ৩ থেকে ৪ মাইল রাস্তা পায়ে বিভিন্ন মিঠা পানি সংগ্রহ করতে হয় তাদের।

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম জানান, তার ইউনিয়নে মোট ১৫টি গ্রাম রয়েছে। গত আইলা‘য় ১৫টি গ্রামই শতভাগ ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ইউনিয়নের ৮টি গ্রামে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে গভীর টিউবঅয়েল স্থাপন করে। কিন্তু তাতে পুরো ইউনিয়নের লোকজনের খানির চাহিদা মেটে না। ফলে যেসব গ্রামে টিউবঅয়েল নেই সেসব গ্রামের লোকজন ৩-৪ কিলোমিটার পথ অতিক্রম করে পানি সংগ্রহ করতে আসে।

এ উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আতিয়ার মোড়ল(৪৬), ইউনুস আলী (৩৮), আলেয়া বিবি (৩৪) ও জিয়ারুল ইসলাম (৬০) জানায়, আইলা‘র আঘাতের পর থেকে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছে তাদের গ্রামটিতে। ফলে লবনাক্ততা পানি খেয়ে পেটের পিড়াসহ বিভিন্ন রোগে আক্রান্তু হচ্ছে মানুষজন।

এব্যাপারে সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর আহমেদ জানান, সাতক্ষীরার বিভিন্ন উপকুলীয় এলাকায় নিরপাদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে কাজ করা হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা‘য় ক্ষতিগ্রস্থ পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের বেশকিছু গ্রামে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। তবে কয়েকটি গ্রামে গভীরে পাইপ বসিয়ে টিউবঅয়েল স্থাপন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি

আইলা আঘাতের ৬ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলীয় মানুষের জীবনযাত্রা

আপডেট টাইম : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫

সাতক্ষীরা : আইলা আঘাতের ছয় বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক হতে পারিনি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বিশুদ্ধ খাবার পানির সংকট আরও বেড়েছে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। মিঠাপানির মাছ বিলুপ্ত হয়ে গেছে। গবাদি পশুর খাবার নেই। কমেছে কাজের সুযোগ। ফলে শত শত পরিবার হয়েছে স্থানচ্যুত।

খাদ্য নিরাপত্তা পড়ছে হুমকির মুখে। আর এসব কিছুর ওপর বেড়িবাঁধের অবস্থা এখনও নড়বড়ে, নাজুক। নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার এরই মধ্যে আবার টানা বর্ষা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা বিধ্বস্থ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের অবস্থা এমনই। এলাকাবাসী বলছেন, আইলা’র পরে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকা- পরিচালিত হলেও সাধারণ মানুষ তার প্রকৃত সুফল পায়নি। বহু মানুষ দেনা-দায়ে জড়িয়ে পড়েছেন। অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা’র প্রলয় কোনো মতে টিকে থাকা মানুষদের মেরুদ- পুরোপুরি ভেঙে গেছে। ২০০৯ সালের ২৫ মে আইলা আঘাত হানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

আইলার আঘাতে উপকূলীয় ১১ জেলা ক্ষতিগ্রস্থ হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা। আইলার ফলে এই চার উপজেলার প্রায় ১৩টি ইউনিয়ন নোনা পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, আইলা বিধ্বস্ত জনপদে আগেই খাবার পানির তীব্র অভাব ছিল। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ায় সব মিঠা পানির উৎস লবণাক্ত পানিতে ভরে যায়। লবণাক্ত পানি ঢুকে বহু গভীর নলকূপ অচল হয়ে গেছে। পানি সংকট নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে এলাকার সব মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি পৌঁছানো সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার বহু মানুষ দীর্ঘ দিন ধরে অস্বাভাবিক অবস্থায় জীবনযাপন করেছেন। এদের একটি অংশ এখনও কষ্টে দিন অতিবাহিত করছে। তিন বেলা ঠিকমতো খাবার যোগাড় করতে না পারায় এরইমধ্যে এ অঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ এলকা ছাড়তে বাধ্য হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বরে সুপার সাইক্লোন সিডর উপকূলীয় এলাকার জীবন, জীবিকা, প্রতিবেশ, কৃষি, অর্থনীতি, সামাজিক ও প্রাকৃতিক সুরক্ষাকে বিপর্যয়ের কোনায় ঠেলে দিয়েছিলো। আর আইলা এসে তাদের বিপন্নতার খাদে ছুঁড়ে ফেলেছে; যেখান থেকে এখনও মানুষ উঠে আসতে পারেনি।

সূত্র বলছে, রক্ষণাবেক্ষণের অভাব ও চরম অব্যবস্থাপনায় ষাটের দশকে নির্মাণ করা বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। এ কারণে ২০০৭ সালের পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা’র ধাক্কায় দেশের উপকূলীয় অঞ্চল লন্ড ভন্ড হয়। বিপন্ন হয় বহু মানুষের জীবন।

আইলা’র আঘাতে ৭৬ কিলোমিটার সম্পূর্ণ এবং ৩৬২ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছিলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, আইলায় তিন লাখ ২৩ হাজার চারশ’ ৫৪ একর ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয় । এ কারণে সহায় সম্বল হারিয়ে এলাকার মানুষ আশ্রয় নিয়েছিলো বেড়িবাঁধের উপর। এখনও বহু মানুষ সেই বেড়িবাঁধ ছাড়তে পারেনি।

বিশ্বুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে আইলা দুর্গত সাতক্ষীরা শ্যামনগর উপকুলীয় গ্রামগুলোতে। আষাঢ় মাসের শুরুতে বৃষ্টিপাত হলেও এখনো পানি সংকট নিরসন হয়নি। পানি সংকট কবলিত গ্রামগুলো হচ্ছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি, পাখিমারা, ঝাপা, খুটিকাটা, পদ্মপুকুর, গাবুরা ইউনিয়নের চকবারা, লেবুনিয়া, খলিসাবুনিয়া, সোরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের, দাতনেখালী, পোড়াকাটলা, গুমানতলী এবং আটুলিয়া ইউনিয়নের তালবেড়িয়া, পার্শেমারী, ছোটকুপুটসহ আরো কয়েকটি।

জীবন ধারণ করতে এসব গ্রামের নারীরা পায়ে হেটে ৩ থেকে ৪ মাইল দূর থেকে পুকুর বা বিভিন্ন হাওর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। অনিরাপদ পানি পান করার ফলে বাড়ছে পেটের পিড়াসহ নানা ধরনের রোগব্যাধী। আইলা‘র পর ছয় বছর পার হয়ে গেলেও এসব এলাকার বহুক্ষতিগ্রস্থ মানুষের জন্য আজো স্বাস্থ্য সম্মত খাওয়ার পানি ব্যবস্থা করা হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিধি।

আইলা‘য় সবচেয়ে ক্ষতিগ্রস্থ পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামের গৃহবধধু ফজিলা বেগম মরিয়াম(৩৫) ও নুরজাহান খাতুন (৩২) জানান, এলাকায় কোথাও কোনো স্বাস্থ্য সম্মত খাবার পানি নেই। নদী বা খাল বিলের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যায় না। কিন্তু নদীর পানিতে লবানক্তা এতোই বেশি যা মুখে দেয়া সম্ভব হয় না। ফলে পরিবারের সদস্যদের জীবন ধারনের লক্ষে প্রতিদিন কলস নিয়ে প্রায় ৩ থেকে ৪ মাইল রাস্তা পায়ে বিভিন্ন মিঠা পানি সংগ্রহ করতে হয় তাদের।

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম জানান, তার ইউনিয়নে মোট ১৫টি গ্রাম রয়েছে। গত আইলা‘য় ১৫টি গ্রামই শতভাগ ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ইউনিয়নের ৮টি গ্রামে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে গভীর টিউবঅয়েল স্থাপন করে। কিন্তু তাতে পুরো ইউনিয়নের লোকজনের খানির চাহিদা মেটে না। ফলে যেসব গ্রামে টিউবঅয়েল নেই সেসব গ্রামের লোকজন ৩-৪ কিলোমিটার পথ অতিক্রম করে পানি সংগ্রহ করতে আসে।

এ উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আতিয়ার মোড়ল(৪৬), ইউনুস আলী (৩৮), আলেয়া বিবি (৩৪) ও জিয়ারুল ইসলাম (৬০) জানায়, আইলা‘র আঘাতের পর থেকে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছে তাদের গ্রামটিতে। ফলে লবনাক্ততা পানি খেয়ে পেটের পিড়াসহ বিভিন্ন রোগে আক্রান্তু হচ্ছে মানুষজন।

এব্যাপারে সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর আহমেদ জানান, সাতক্ষীরার বিভিন্ন উপকুলীয় এলাকায় নিরপাদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে কাজ করা হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা‘য় ক্ষতিগ্রস্থ পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের বেশকিছু গ্রামে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। তবে কয়েকটি গ্রামে গভীরে পাইপ বসিয়ে টিউবঅয়েল স্থাপন করা হয়েছে।