
ডেস্ক : সিরিয়ায় ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন বিদ্রোহী যোদ্ধা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির আলেপ্পোর উত্তরাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় আলেপ্পোয় অন্তত আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া উম আল-কুরা গ্রামে সংঘর্ষে নিহত হয়েছে আরও অন্তত ২০ জন।
বাংলার খবর ডেস্ক : 

















