পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জেলা প্রশাসনের আশ্বাসে পাটগ্রামে অবরোধ প্রত্যাহার Logo ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন Logo লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo রূপগঞ্জ কায়েতপাড়ায় ৯ দফা দাবিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা Logo বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ। Logo দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ Logo সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই

শার্শায় ভারতীয় পানিতে তলিয়ে যাচ্ছে আমনের ক্ষেত

500x350_c54d88ca8a4b7261b796e9027b180a43_Bogra Pic 28-08-14=2বাংলার খবর২৪.কম, বেনাপোল : যশোরের শার্শার সীমান্ত দিয়ে তেড়ে আসছে ভারতীয় পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমনের ক্ষেত। ভারতীয় পানির চাপে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত হেক্টর জমির আমন ধান তলিয়ে যাচ্ছে।
বেনাপোলের ধান্যখোলার সীমান্তবর্তী কোদলা, শার্শা উপজেলার গোগা বেতনা ও ভারতের ইছামতি নদীর সংযোগ খালগুলোতে দেওয়া বাঁধের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও ডিহি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, বাঁধ দিয়ে মাছ চাষের কারণে ভারতীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে না। প্রতিদিন পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। ফলে ১৫ বছর আগে ধান্যখোলা ও ঘিবার মধ্যবর্তী স্থানে নির্মিত গির্জাতলা ব্রিজটিও কোনো উপকারে আসছে না। কোদলা নদীর উপরের ব্রিজটি সড়ক উচ্চতার চাইতে নিচু হওয়ায় ভারতের সুটিয়া স্লুইজ গেট দিয়ে পানি বাংলাদেশে প্রবেশ করার পর ময়লা আবর্জনার কারণে বাধাগ্রস্থ হয়। পানি ধান্যখোলার ধর্মদাহ খাল দিয়ে বাহাদুরপুর বাওড় হয়ে সোনামুখীর বিলে পড়ছে। বিলের সরকারি জমিতে জবরদখল করে নির্মিত বেড়ী বাঁধ পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের মেহেরানী সীমান্ত দিয়ে বাংলাদেশের শৈলগাড়ী ও দুবলার বিল হয়ে পাকশি ব্রিজের মাধ্যমে বনমান্ধার বিলে পানি প্রবেশের কথা কিন্তু ব্রিজের পশ্চিমপাশে একাধিক বাঁধ দেওয়ায় স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে।

শার্শার গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার ও কায়বা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বলেন,ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর সংযোগ খালগুলোতে পাটা বাঁধ দেওয়ায় মাখলার বিল, হেলনার বিল, বল্লির বিলের ডুবুডুবু অবস্থা। যে কোনো সময়ে তলিয়ে যেতে পারে শত শত হেক্টর আমন ধান।
আমন চাষিদের আশঙ্কা বেনাপোলের বাহাদুরপুর, পুটখালী, শার্শা উপজেলার ডিহি, লক্ষণপুর শার্শা, নিজামপুর, গোগা, কায়বা ইউনিয়নের আমন ধানও তলিয়ে যেতে পারে।

এ ব্যাপারে ঘিবার আরসাদ আলী ও রঘুনাথপুরের সহিদুল ধান্যিলোখার শওকত আলী জানান, বেতনা, কোদলা ও ইছামতি নদীর প্রত্যেকটি সংযোগ খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। এ ছাড়া সোনামুখী, বনমান্দা ও মাখলার বিলসহ প্রত্যেকটি স্থানে অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ করায় পানি নিষ্কাশনের প্রত্যেকটি প্রবাহ পথ বন্ধ হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জরুরি ভিত্তিতে অবৈধ বাঁধ অপসারণ না হলে আমন ধান তলিয়ে যাবে। যার কারণে খাদ্য ঘাটতি দেখা দেবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, এবার শার্শায় ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়, অর্জিত হয়েছে ১৯ হাজার ২৬০ হেক্টর। গত বছর লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫০০ হেক্টর, অর্জিত হয় ১৮ হাজার ৮৫০ হেক্টর। ভারতীয় পানি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রায় ব্যাপক ক্ষতি হতে পারে। ধান্যখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ১০/১২ বিঘা জমি তলিয়ে গেছে, তবে অন্যান্য এলাকায় পানি প্রবেশ করছে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়নি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল ইসলাম জানান, ভারতীয় পানির প্রভাবে আমন ফসল নষ্ট হচ্ছে আমিও শুনেছি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পানি প্রবেশ করছে। তবে আমন ধান জলমগ্নের কোনো খবর পাইনি। উন্মুক্ত বেতনা নদী, খাল বিল ও কোদলা নদীতে বাধ উচ্ছেদের প্রশ্নে তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ অপসারণের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের আশ্বাসে পাটগ্রামে অবরোধ প্রত্যাহার

শার্শায় ভারতীয় পানিতে তলিয়ে যাচ্ছে আমনের ক্ষেত

আপডেট টাইম : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪

500x350_c54d88ca8a4b7261b796e9027b180a43_Bogra Pic 28-08-14=2বাংলার খবর২৪.কম, বেনাপোল : যশোরের শার্শার সীমান্ত দিয়ে তেড়ে আসছে ভারতীয় পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমনের ক্ষেত। ভারতীয় পানির চাপে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত হেক্টর জমির আমন ধান তলিয়ে যাচ্ছে।
বেনাপোলের ধান্যখোলার সীমান্তবর্তী কোদলা, শার্শা উপজেলার গোগা বেতনা ও ভারতের ইছামতি নদীর সংযোগ খালগুলোতে দেওয়া বাঁধের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও ডিহি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, বাঁধ দিয়ে মাছ চাষের কারণে ভারতীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে না। প্রতিদিন পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। ফলে ১৫ বছর আগে ধান্যখোলা ও ঘিবার মধ্যবর্তী স্থানে নির্মিত গির্জাতলা ব্রিজটিও কোনো উপকারে আসছে না। কোদলা নদীর উপরের ব্রিজটি সড়ক উচ্চতার চাইতে নিচু হওয়ায় ভারতের সুটিয়া স্লুইজ গেট দিয়ে পানি বাংলাদেশে প্রবেশ করার পর ময়লা আবর্জনার কারণে বাধাগ্রস্থ হয়। পানি ধান্যখোলার ধর্মদাহ খাল দিয়ে বাহাদুরপুর বাওড় হয়ে সোনামুখীর বিলে পড়ছে। বিলের সরকারি জমিতে জবরদখল করে নির্মিত বেড়ী বাঁধ পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের মেহেরানী সীমান্ত দিয়ে বাংলাদেশের শৈলগাড়ী ও দুবলার বিল হয়ে পাকশি ব্রিজের মাধ্যমে বনমান্ধার বিলে পানি প্রবেশের কথা কিন্তু ব্রিজের পশ্চিমপাশে একাধিক বাঁধ দেওয়ায় স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে।

শার্শার গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার ও কায়বা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বলেন,ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর সংযোগ খালগুলোতে পাটা বাঁধ দেওয়ায় মাখলার বিল, হেলনার বিল, বল্লির বিলের ডুবুডুবু অবস্থা। যে কোনো সময়ে তলিয়ে যেতে পারে শত শত হেক্টর আমন ধান।
আমন চাষিদের আশঙ্কা বেনাপোলের বাহাদুরপুর, পুটখালী, শার্শা উপজেলার ডিহি, লক্ষণপুর শার্শা, নিজামপুর, গোগা, কায়বা ইউনিয়নের আমন ধানও তলিয়ে যেতে পারে।

এ ব্যাপারে ঘিবার আরসাদ আলী ও রঘুনাথপুরের সহিদুল ধান্যিলোখার শওকত আলী জানান, বেতনা, কোদলা ও ইছামতি নদীর প্রত্যেকটি সংযোগ খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। এ ছাড়া সোনামুখী, বনমান্দা ও মাখলার বিলসহ প্রত্যেকটি স্থানে অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ করায় পানি নিষ্কাশনের প্রত্যেকটি প্রবাহ পথ বন্ধ হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জরুরি ভিত্তিতে অবৈধ বাঁধ অপসারণ না হলে আমন ধান তলিয়ে যাবে। যার কারণে খাদ্য ঘাটতি দেখা দেবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, এবার শার্শায় ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়, অর্জিত হয়েছে ১৯ হাজার ২৬০ হেক্টর। গত বছর লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫০০ হেক্টর, অর্জিত হয় ১৮ হাজার ৮৫০ হেক্টর। ভারতীয় পানি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রায় ব্যাপক ক্ষতি হতে পারে। ধান্যখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ১০/১২ বিঘা জমি তলিয়ে গেছে, তবে অন্যান্য এলাকায় পানি প্রবেশ করছে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়নি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল ইসলাম জানান, ভারতীয় পানির প্রভাবে আমন ফসল নষ্ট হচ্ছে আমিও শুনেছি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পানি প্রবেশ করছে। তবে আমন ধান জলমগ্নের কোনো খবর পাইনি। উন্মুক্ত বেতনা নদী, খাল বিল ও কোদলা নদীতে বাধ উচ্ছেদের প্রশ্নে তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ অপসারণের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।