পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ Logo জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে! Logo বুড়িমারী স্থলবন্দরে অবৈধ ক্যান্সারের ওষুধ ও সিসা জব্দ, ভারতীয় ট্রাকচালক আটক Logo শিরোপা টিএফডি’র ঘরে, কলঙ্কের ছায়া বুটেক্সে: খেলাকেন্দ্রিক সংঘাতে উত্তেজনা, তদন্তে প্রশাসন Logo পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লেন বিএসএফ, বিজিবির প্রতিবাদ Logo পাটগ্রামে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউজিডিপি প্রকল্পের আওতায় বেঞ্চ বিতরণ Logo লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ

রূপগঞ্জের নৌকার গ্রাম

চলছে বর্ষা। একে ঘিরে রূপগঞ্জের অজপাড়াগাঁয়ের নৌকাপল্লিগুলোতে চলছে নৌকা বানানোর ধুম। আর এসব নৌকার গ্রামগুলোকে ঘিরে বালু নদের তীরের কায়েতপাড়া হাট ও গোলাকান্দাইল হাটে নৌকা বিক্রির ধুম চলছে। প্রতি বৃহস্পতিবার বসে নৌকার হাট। উপজেলার নয়ামাটি ও পিরুলিয়া গ্রাম দুটি এখন কর্মমুখর জনপদ। কাঠের খুটখাট আর নদীর পানির ছলাৎ-ছলাৎ শব্দ যে কারো মনকে আবেগে ভরিয়ে দেবে। বর্ষা এলেই রূপগঞ্জের নয়ামাটি ও পিরুলিয়া এলাকায় নৌকা তৈরির ধুম পড়ে যায়। কারিগররা হয়ে পড়েন মহাব্যস্ত। ইছাখালী-নগরপাড়া সড়কের অদূরেই নৌকার গ্রাম। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র চার মাসের মৌসুমি ব্যবসা। চাহিদা যথেষ্ট, তাই কারিগরদের ব্যস্ততাও বেশি।
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পিরুলিয়া ও নয়ামাটি এলাকার কারিগররা স্বাধীনতারও আগে থেকে নৌকা তৈরি করে আসছে। কারো-কারো মতে, এ এলাকার নৌকা তৈরির ইতিহাস প্রায় শতাব্দী প্রাচীন। পিরুলিয়া এলাকার অঞ্জনকুমার দাস বলেন, আমার জন্মের আগে থেইক্যা বাপ-দাদারা গয়না (নৌকা) বানাইয়া আইতাছে হুনছি। নয়ামাটি ও পিরুলিয়া ছাড়া গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল, সাওঘাট এলাকার কারিগররা নৌকা তৈরি করে আসছে।
নৌকার কারিগররা এখন ভালোই আছেন। নৌকা বিক্রি করে তারা সংসার চালাচ্ছেন। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। বছর শেষে মোটামুটি লাভের মুখ দেখছেন। কথাগুলো একবাক্যে বললেন পিরুলিয়া এলাকার সত্যেন দাস। তার ছেলে লেখাপড়া করছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। নয়ামাটি এলাকার রমেশ দাস বলেন, কই খারাপ তো নাইগো দাদা। মোডা ভাত আর মোডা কাপড় পরবার পারি। এইডাই সুখ।
নৌকা তৈরির কারিগরদের অবস্থা এখন কিছুটা মন্দা চলছে। ৯০ দশকের পর যান্ত্রিক (স্টিল) সভ্যতা ফিরে আসায় নৌকার কদর কিছুটা কমে যায়। প্রতিবছর বর্ষায় নৌকা তৈরির ধুম চলে। তবে বন্যা হলে ব্যবসা ভালো হয় বলে জানালেন সুনীল দাস। নয়ামাটি এলাকার নৌকার কারিগর রবি দাস বলেন, কাঠের দাম বাইড়া যাওনে লাভটা কম হয়। নাইলে ব্যবসা খারাপ না। আর স্টিলের নৌকার কারণে কিছুটা লস অইতাছ

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

রূপগঞ্জের নৌকার গ্রাম

আপডেট টাইম : ০৩:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫

চলছে বর্ষা। একে ঘিরে রূপগঞ্জের অজপাড়াগাঁয়ের নৌকাপল্লিগুলোতে চলছে নৌকা বানানোর ধুম। আর এসব নৌকার গ্রামগুলোকে ঘিরে বালু নদের তীরের কায়েতপাড়া হাট ও গোলাকান্দাইল হাটে নৌকা বিক্রির ধুম চলছে। প্রতি বৃহস্পতিবার বসে নৌকার হাট। উপজেলার নয়ামাটি ও পিরুলিয়া গ্রাম দুটি এখন কর্মমুখর জনপদ। কাঠের খুটখাট আর নদীর পানির ছলাৎ-ছলাৎ শব্দ যে কারো মনকে আবেগে ভরিয়ে দেবে। বর্ষা এলেই রূপগঞ্জের নয়ামাটি ও পিরুলিয়া এলাকায় নৌকা তৈরির ধুম পড়ে যায়। কারিগররা হয়ে পড়েন মহাব্যস্ত। ইছাখালী-নগরপাড়া সড়কের অদূরেই নৌকার গ্রাম। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র চার মাসের মৌসুমি ব্যবসা। চাহিদা যথেষ্ট, তাই কারিগরদের ব্যস্ততাও বেশি।
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পিরুলিয়া ও নয়ামাটি এলাকার কারিগররা স্বাধীনতারও আগে থেকে নৌকা তৈরি করে আসছে। কারো-কারো মতে, এ এলাকার নৌকা তৈরির ইতিহাস প্রায় শতাব্দী প্রাচীন। পিরুলিয়া এলাকার অঞ্জনকুমার দাস বলেন, আমার জন্মের আগে থেইক্যা বাপ-দাদারা গয়না (নৌকা) বানাইয়া আইতাছে হুনছি। নয়ামাটি ও পিরুলিয়া ছাড়া গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল, সাওঘাট এলাকার কারিগররা নৌকা তৈরি করে আসছে।
নৌকার কারিগররা এখন ভালোই আছেন। নৌকা বিক্রি করে তারা সংসার চালাচ্ছেন। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। বছর শেষে মোটামুটি লাভের মুখ দেখছেন। কথাগুলো একবাক্যে বললেন পিরুলিয়া এলাকার সত্যেন দাস। তার ছেলে লেখাপড়া করছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। নয়ামাটি এলাকার রমেশ দাস বলেন, কই খারাপ তো নাইগো দাদা। মোডা ভাত আর মোডা কাপড় পরবার পারি। এইডাই সুখ।
নৌকা তৈরির কারিগরদের অবস্থা এখন কিছুটা মন্দা চলছে। ৯০ দশকের পর যান্ত্রিক (স্টিল) সভ্যতা ফিরে আসায় নৌকার কদর কিছুটা কমে যায়। প্রতিবছর বর্ষায় নৌকা তৈরির ধুম চলে। তবে বন্যা হলে ব্যবসা ভালো হয় বলে জানালেন সুনীল দাস। নয়ামাটি এলাকার নৌকার কারিগর রবি দাস বলেন, কাঠের দাম বাইড়া যাওনে লাভটা কম হয়। নাইলে ব্যবসা খারাপ না। আর স্টিলের নৌকার কারণে কিছুটা লস অইতাছ