পারভেজ বিন হাসান : রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ২৫ আগষ্ট মঙ্গলবার রূপগঞ্জের যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া (টেবিল ফ্যান) ১০ হাজার ৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান সমর্থিত বিএনপি প্রার্থী রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম (দুটি পাতা) পেয়েছেন ৫ হাজার ৬৫৯ ভোট। উপ-নির্বাচনের রিটার্ণিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওমর ফারুক এ ফলাফল ঘোষণা করেন।
ভুলতা ইউনিয়নে মোট ২৭ হাজার ৭৭৪ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৯৯১ জন ভোট প্রদান করেন। বাতিল ভোটের সংখ্যা ৫১৫টি। মোট ১০টি কেন্দ্রের ৭৫টি কক্ষে সকাল ৮ টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ, আনসার সদস্যসহ ৫জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।
ভুলতা ইউনিয়নের আতলাশপুর ভোট কেন্দ্রে দুটি পাতা ৬৬১ ও টেবিল ফ্যান প্রতিক পেয়েছেন ১ হাজার ৩৩২টি। আদর্শ স্কুল কেন্দ্রে দুটি পাতা ৫৮৭ ও টেবিল ফ্যান ১ হাজার ৪৮ ভোট, মাছুমাবাদ স্কুল কেন্দ্রে দুটি পাতা পেয়েছেন ৩৮৪ ও টেবিল ফ্যান ৬৮৬, পাড়াগাঁও স্কুল কেন্দ্রে ৬৮০ ভোট পেয়েছেন দুটি পাতা ও ১ হাজার ২৯৮ ভোট পেয়েছেন টেবিল ফ্যান, ছোনাব তাঁতবোর্ড কেন্দ্রে দুটি পাতা পেয়েছেন ৭৭১ ভোট ও টেবিল ফ্যান পেয়েছেন ১ হাজার ২১৫ ভোট। পাঁচাইখা মহিলা মাদ্রাসা কেন্দ্রে দুটি পাতা ভোট পেয়েছেন ৪৬৪ ও টেবিল ফ্যান পেয়েছেন ১ হাজার ৮৪ ভোট। মর্তুজাবাদ মাদ্রাসা কেন্দ্রে দুটি পাতা ভোট পেয়েছেন ৮৪৪ ভোট ও টেবিল ফ্যান পেয়েছেন ১ হাজার ৬৪ ভোট। মাঝিপাড়া স্কুল কেন্দ্রে দুটি পাতা ভোট পেয়েছেন ৭৭৭ ভোট ও টেবিল ফ্যান পেয়েছেন ৭৮৬ ভোট, আউখাব স্কুলের মহিলা ভোট কেন্দ্রে দুটি পাতা ভোট পেয়েছেন ২০১ ভোট ও টেবিল ফ্যান পেয়েছেন ৭০০ ভোট, সোনাব নলেজ কিন্ডারগার্টেন স্কুলের পুরুষ কেন্দ্রে দুটি পাতা ভোট পেয়েছেন ২৯০ ভোট ও টেবিল ফ্যান পেয়েছেন ৭৪৫ ভোট। এছাড়া অটোরিকশা প্রতিকে ভোট পড়েছে ১৮টি ও তাল গাছ প্রতিকে ভোট পড়েছে ২৫৬টি।
মোট ২৭ হাজার ৭৭৪ ভোটের মধ্যে ১৫ হাজার ৯৯১ জন ভোটার ভোট প্রদান করেন। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৫১৫ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১৫ হাজার ৫০৬টি।
নির্বাচনের সময় নগদ টাকা বিতরণকালে ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়ার কর্মী হুমায়ুন দেওয়ান ও সেলিম ভুঁইয়াকে র্যাব-১১ সদস্যরা পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করেন। নির্বাচনের পর মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত বিএনপি নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও বিজয় মিছিল বের করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ ভুঁইয়ার মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।