
বাংলার খবর২৪.কম : বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, “বিচার বিভাগ সংবিধানের একটি অংশ। এর ওপর আঘাত এলে সংবিধানের ওপর আঘাত পড়বে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে চার মিনিটে বিচার বিভাগ ও সংবিধানের কোনো কিছু পরিবর্তন করবেন, এটা কি গণতান্ত্রিক দেশ?
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
গোলটেবিল আলোচনায় সুজন চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধরী, বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান প্রমুখ।
কামাল হোসেন বলেন, “সংশোধন করা উচিত ছিল বিচারপতি নিয়োগপদ্ধতি পরিবর্তন করার জন্য। কিন্তু সরকার তা না করে বিচারপতিদের অভিশংসন করা যায় তার আইন করেছে।
তিনি বলেন, “৭২ সালে যে সংবিধান ছিল তাতে বলা হয়েছিল সবকিছু নিরপেক্ষভাবে চলবে। এই বিচারপতিদের অভিশংসন কি নিরপেক্ষ হয়েছে? তাহলে তো সেই ৭২ সালের পূর্বে অবস্থায় চলে যাচ্ছে।
গণফোরামের সভাপতি বলেন, “কেবিনেট বলে দিল আর তা পাস হয়ে গেল এটি কোনো গণতন্ত্র না। আমরা চাই এটির জন্য দীর্ঘ আলোচনা হবে, জাতীয় সংলাপ হবে, বির্তক হবে, বিশেষজ্ঞরা মতামত দেবে-এটাই হলো গণতন্ত্র।
সৈয়দ আবুল মকসুদ বলেন, “রাজনীতিবিদের হাতে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা দেয়া হলে রাষ্ট্রব্যবস্থা আরো দুর্বল হয়ে পড়বে। রাষ্ট্রব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য দরকার আরো সময় নিয়ে এই বিষয়ে আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেয়া।
মাহমুদুর রহমান মান্না বলেন, “এটা সংসদ না, এটি কোনো নির্বাচন ছিল না। বিচারকদের নিয়ে কোনো সমস্যা নেই, বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে দেয়া হচ্ছে তা নাটক।
তিনি বলেন, “এই সরকারের জনসমর্থন নেই, তারা টিকে আছে র্যা ব-পুলিশের নির্ভর করে। ইতিমধ্যে র্যা ব নিজেদের গুটিয়ে নিয়েছে। পুলিশ যদি ঘুটিয়ে নেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাবে।
বিচারপতিদের অভিশংসন কোনো এজেন্ডা হওয়ার মতো বিষয় না, আওয়ামী লীগ এটি এজেন্ডা বানিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাবেক নেতা।
প্রশ্ন তুলে ড. আসিফ নজরুল বলেন, “আমাদের উদ্বেগের বিষয় হলো- ষোড়শ সংশোধনীতে শুধু বিচারকদের অভিশংসন কেন? অন্য কোনো বিষয়ে উদ্যোগ নেয়া হয়নি কেন?
তিনি বলেন, “যদি এই সংশোধনী হয়ে যায় তবে আওয়ামী লীগের আমলে যেসব বিচারকরা নিয়োগ পাবেন বিএনপি কখনো ক্ষমতা পেলে পালাক্রমে প্রতিযোগিতামূলকভাবে এই বিচারকদের গণহারে অভিশংসন করবে।
দিলারা চৌধরী বলেন, “ইতিমধ্যে আমরা গণতন্ত্র অর্ধেকটা হারিয়ে ফেলেছি, এখন যদি বিচারকদের অভিসংশন ক্ষমতা সংসদে দেয়া হয় তাহলে গণতন্ত্রের বাকিটাও থাকবে না।
তিনি বলেন, “এটা খুবই সেনসেটিভ ইস্যু, তাই তাড়াহুড়া করার কোনো কারণ নেই। এটা ভেবে চিন্তে করতে হবে যাতে বিচার বিভাগের কোনো আঘাত না আসে।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার এক ঢিলে দুই পাখি মারতে চাইছে।
বদিউল আলম বলেন, “এই সংশোধনীর মাধ্যমে শুধু বিচারকদের অপসারণের বিধান হচ্ছে না। এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের উচ্চ পদে নিযুক্ত ব্যক্তিদের অপসারণের ক্ষেত্রেও উচ্চ আদলতের বিচারকদের অপসারণের পদ্ধতিই প্রযোজ্য।
তিনি বলেন, “সংবিধানের ১১৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেইরূপ পদ্ধতি ও কারণে কোনো নির্বাচন কমিশনারও অপসারিত হবেন। এমনিভাবে মহাহিসাব নিরীক্ষক এবং সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে যথাক্রমে সংবিধানের ১২৯(২) ও ১৩৯(২) অনুচ্ছেদের বিধানও একই।