রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীর সেই ‘রহস্যময়’ ডাক্তারবাড়ী থেকে আটক আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন (২৫)সহ বাড়ীর দুই কেয়ারটেকার মং চু ওয়াং (৩৯) এবং চ সুইং অং মারমা (৪২) এবং বাড়ীর পলাতক মালিক থাইল্যান্ড প্রবাসী চিকিৎসক পাড়ার ডা. রেন নিন সোই মারমার ( উৎ. জধহ ঘরহ ঝড়ব গধৎসধ ) সহ মোট ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।
জিআর, মামলা নং-২৯৫/১৫ইং। এ পযর্ন্ত উক্ত মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইন চার্জ ওহিদুল্লাহ সরকার।
আটক ২ জনকে আজ শনিবার বিকেল ৪টায় রাঙ্গামাটি জেলা জজ আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে আটক ব্যক্তিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট মুহাম্মদ আলী আক্কাস এর আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে আগামীকাল অধিকতর শুনানির দিন নির্ধারণ করে আটক ব্যাক্তিদের কারাগারে প্রেরণের নিদের্শ দেন।