অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান Logo বিজিবির বাঁধায় মাটি কাটার কাজ বন্ধ করল বিএসএফ Logo শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের সভাপ‌তি ডাঃ মোঃ নাসির উ‌দ্দিন,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উ‌দ্দিন,

বলিউডে সেক্সি লুক আর শরীরী বাণিজ্য

বাংলার খবর২৪.কম :500x350_75b7d1805aaa2ed71946f70fa16276c5_Untitled1120140831193627 বর্তমান সময়ে বলিউডের অন্যতম আলোচিত তারকা সানি লিওন। বলিউডে অভিষেকের আগে এই ইন্দো-কানাডিয়ান অভিনেত্রীর অতীত ক্যারিয়ার কারোরই না-জানার কথা নয়। বলিউডে তার অভিষেকও হয় সেক্সি এবং দেহ প্রদর্শনকারী অভিনেত্রী হিসেবে। শুরু থেকে এখন পর্যন্ত শুধু সেক্সি লুকটাকে কাজে লাগিয়েই সফলতার সিঁড়ি বেয়ে চলেছেন প্রাক্তন এই পর্নো স্টার।

তবে শুধু সানি লিওনই নন, সেক্সি নায়িকা হিসেবে বলিউডে পা রেখে সফলতা পেয়েছেন, এমন নায়িকার সংখ্যা বলিউডে নেহাত কম নয়। একনজরে দেখে নেওয়া যাক, বলিউডের এই অভিনেত্রীদের :

বিপাশা বসু
গ্ল্যামার-কন্যা হিসেবেই অধিক পরিচিত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ফ্লপ সিনেমার জন্য ক্যারিয়ার যখন হুমকির মুখে, তখনই রাজ সিনেমায় একদম রগরগে দৃশ্যে অভিনয়ের মাধ্যমে নিজেকে ফিরে পান তিনি। সফলতাও পায় সিনেমাটি। এ ছাড়া ধুম ২ ও জিসম সিনেমাতে খোলামেলা অভিনয় করে সফলতা পেয়েছেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই
খোলামেলা দৃশ্যে অভিনয়ের তালিকায় রয়েছে ঐশ্বরিয়ার নামটিও। ধুম ২ সিনেমায় তার অতিমাত্রার গ্ল্যামার নজর কেড়েছে সমালোচকদের। এ সিনেমায় অভিনয় করে তিনি সফলতা পেয়েছেন আকাশসমান। এ ছাড়া সাহাব এবং মিস্ট্রেস অব স্পাইস সিনেমাতেও বেশ খোলামেলা দৃশ্যে দেখা যায় তাকে।

ঊর্মিলা মাতন্ডকর
বলিউডে নিজের ক্যরিয়ারের সর্বাধিক সফলতা আসে খোলামেলা অভিনয়ের কারণে। রঙ্গিলা সিনেমাতে ঊর্মিলার দেহ প্রদর্শন আর সেই রাঞ্চি ড্যান্স আজও দর্শকদের স্মৃতিতে অমলিন।

রানী মুখার্জি
শাহরুখ, আমির, সালমানদের সঙ্গে অভিনয় করে বলিউডের একসময়ের সত্যিকারের কুইন বনে গিয়েছিলেন তিনি। দিল বোলে হাড়িপ্পা সিনেমায় বিকিনিতে হাজির হন এই অভিনেত্রী।

জিনাত আমান
বলিউডের এই মহিয়সী নারীকে কে ভুলতে পারে। সত্যম শিবম সুন্দরম সিনেমায় সেই যুগেই বেশ খোলামেলা অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। মিস এশিয়া ক্রাউন বিজয়ী এই অভিনেত্রীর ফিগার সে সময় তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

রেখা
পর্দায় নিজের অতুলনীয় দেহসৌষ্ঠবে দর্শকদের চমকে দিয়েছিলেন রেখা। শেখর সুমনের বিপরীতে রেখার উৎসব সিনেমাটি আজও তাকে সেক্সি নায়িকা হিসেবে মনে করিয়ে দেয়।

শর্মিলা ঠাকুর
বিকিনি পরে সফলতা পাওয়া অভিনেত্রীদের মধ্যে রয়েছেন নবাববধূ শর্মিলা ঠাকুরের নামটিও। অল্প সময়ের জন্য হলেও আজও তাকে বলিউডের বিকিনির প্রবর্তক হিসেবে ধরা হয়।

মমতাজ
তিনি যে সময়টাতে অভিনয় শুরু করেন, তখনো নিজেকে সবার চেয়ে আলাদা হিসেবেই তুলে ধরেন। টাইট সালোয়ার-কামিজে নিজের দেহসৌষ্ঠব ফুটিয়ে তুলে সবার নজর কাড়েন তিনি।

হেলেন
হেলেন বলিউডের আকর্ষণীয় নারীদের মধ্যে অন্যতম। এ মেরা দিল সিনেমায় খোলামেলা অভিনয় করে তিনিও দেখেছিলেন সফলতার মুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বলিউডে সেক্সি লুক আর শরীরী বাণিজ্য

আপডেট টাইম : ০২:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম :500x350_75b7d1805aaa2ed71946f70fa16276c5_Untitled1120140831193627 বর্তমান সময়ে বলিউডের অন্যতম আলোচিত তারকা সানি লিওন। বলিউডে অভিষেকের আগে এই ইন্দো-কানাডিয়ান অভিনেত্রীর অতীত ক্যারিয়ার কারোরই না-জানার কথা নয়। বলিউডে তার অভিষেকও হয় সেক্সি এবং দেহ প্রদর্শনকারী অভিনেত্রী হিসেবে। শুরু থেকে এখন পর্যন্ত শুধু সেক্সি লুকটাকে কাজে লাগিয়েই সফলতার সিঁড়ি বেয়ে চলেছেন প্রাক্তন এই পর্নো স্টার।

তবে শুধু সানি লিওনই নন, সেক্সি নায়িকা হিসেবে বলিউডে পা রেখে সফলতা পেয়েছেন, এমন নায়িকার সংখ্যা বলিউডে নেহাত কম নয়। একনজরে দেখে নেওয়া যাক, বলিউডের এই অভিনেত্রীদের :

বিপাশা বসু
গ্ল্যামার-কন্যা হিসেবেই অধিক পরিচিত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ফ্লপ সিনেমার জন্য ক্যারিয়ার যখন হুমকির মুখে, তখনই রাজ সিনেমায় একদম রগরগে দৃশ্যে অভিনয়ের মাধ্যমে নিজেকে ফিরে পান তিনি। সফলতাও পায় সিনেমাটি। এ ছাড়া ধুম ২ ও জিসম সিনেমাতে খোলামেলা অভিনয় করে সফলতা পেয়েছেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই
খোলামেলা দৃশ্যে অভিনয়ের তালিকায় রয়েছে ঐশ্বরিয়ার নামটিও। ধুম ২ সিনেমায় তার অতিমাত্রার গ্ল্যামার নজর কেড়েছে সমালোচকদের। এ সিনেমায় অভিনয় করে তিনি সফলতা পেয়েছেন আকাশসমান। এ ছাড়া সাহাব এবং মিস্ট্রেস অব স্পাইস সিনেমাতেও বেশ খোলামেলা দৃশ্যে দেখা যায় তাকে।

ঊর্মিলা মাতন্ডকর
বলিউডে নিজের ক্যরিয়ারের সর্বাধিক সফলতা আসে খোলামেলা অভিনয়ের কারণে। রঙ্গিলা সিনেমাতে ঊর্মিলার দেহ প্রদর্শন আর সেই রাঞ্চি ড্যান্স আজও দর্শকদের স্মৃতিতে অমলিন।

রানী মুখার্জি
শাহরুখ, আমির, সালমানদের সঙ্গে অভিনয় করে বলিউডের একসময়ের সত্যিকারের কুইন বনে গিয়েছিলেন তিনি। দিল বোলে হাড়িপ্পা সিনেমায় বিকিনিতে হাজির হন এই অভিনেত্রী।

জিনাত আমান
বলিউডের এই মহিয়সী নারীকে কে ভুলতে পারে। সত্যম শিবম সুন্দরম সিনেমায় সেই যুগেই বেশ খোলামেলা অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। মিস এশিয়া ক্রাউন বিজয়ী এই অভিনেত্রীর ফিগার সে সময় তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

রেখা
পর্দায় নিজের অতুলনীয় দেহসৌষ্ঠবে দর্শকদের চমকে দিয়েছিলেন রেখা। শেখর সুমনের বিপরীতে রেখার উৎসব সিনেমাটি আজও তাকে সেক্সি নায়িকা হিসেবে মনে করিয়ে দেয়।

শর্মিলা ঠাকুর
বিকিনি পরে সফলতা পাওয়া অভিনেত্রীদের মধ্যে রয়েছেন নবাববধূ শর্মিলা ঠাকুরের নামটিও। অল্প সময়ের জন্য হলেও আজও তাকে বলিউডের বিকিনির প্রবর্তক হিসেবে ধরা হয়।

মমতাজ
তিনি যে সময়টাতে অভিনয় শুরু করেন, তখনো নিজেকে সবার চেয়ে আলাদা হিসেবেই তুলে ধরেন। টাইট সালোয়ার-কামিজে নিজের দেহসৌষ্ঠব ফুটিয়ে তুলে সবার নজর কাড়েন তিনি।

হেলেন
হেলেন বলিউডের আকর্ষণীয় নারীদের মধ্যে অন্যতম। এ মেরা দিল সিনেমায় খোলামেলা অভিনয় করে তিনিও দেখেছিলেন সফলতার মুখ।