ঢাকা: বিদেশে বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত পর্যায়ে পরিবর্তন আনার সিদ্ধান্তের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ প্রশাসনিক পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার। প্রশাসনিক পরিবর্তনের ফলে তিন পেশাদার কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে।
তারা হলেন- জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সিঙ্গাপুরে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। এরা সবাই ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
তাদের আগস্টের ২৭ তারিখ এ পদোন্নতি দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী সদর দফতরে দুইজন সচিব পদমর্যাদার কর্মকর্তা থাকবেন। এদের একজন হবেন পররাষ্ট্র সচিব।
এছাড়া ১১ জন সচিব পদমর্যাদার কর্মকর্তা বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত থাকবেন।
বিদেশে সচিব পদমর্যাদার রাষ্ট্রদূত
১৯৮২ সালের বিসিএস কর্মকর্তা প্রাক্তন পররাষ্ট্র সচিব এম মিজারুল কায়েস বর্তমানে ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে আছেন। একই ব্যাচের ইসমাত জাহান ব্রাসেলসের রাষ্ট্রদূত ।
১৯৮২ সালের আরেক কর্মকর্তা গোলাম মোহাম্মাদ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
বর্তমান পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। একই ব্যাচের কর্মকর্তা শামিম আহসান জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত। ফজলুল করিম চীনের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং মোহাম্মাদ আব্দুল হান্নান রয়েছেন ইংল্যান্ডে।
ইমতিয়াজ আহমেদ পর্তুগাল এবং মোহাম্মাদ শাহাদাত হোসেন ইটালিতে রাষ্ট্রদূত হয় আছেন। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্ন নও একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা।
১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মাজেদা রফিকুন্নেসা বর্তমানে যুগ্ন-সচিব পদে মন্ত্রণালয়ে আফ্রিকা অণুবিভাগে কর্মরত আছেন।
তিনি ফিলিপাইনে রাষ্ট্রদূত থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার পদোন্নতি স্থগিত করে রাখা হয়।
এছাড়া ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা শামসুল হক, যিনি বিসিএস পরিক্ষায় দ্বিতীয় হয়েছিলেন, তারও বিভিন্ন অভিযোগে পদোন্নতি স্থগিত রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিটি ব্যাচে কর্মকর্তাদের পদোন্নতি বিসিএস পরিক্ষায় মেধা তালিকা অনুযায়ী হয়ে থাকে।