![](https://www.banglarkhabar24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলার খবর২৪.কম: ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে ইসরাইল মানবতাবিরোধী অপরাধ করেছে। এ জন্য আন্তর্জাতিক আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচারের দাবি উঠেছে বাংলাদেশের জাতীয় সংসদে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সাধারণ আলোচনায় সংসদ সদস্যরা এ দাবি জানান।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সংসদরা বলেন, এই হত্যাযজ্ঞে বিশ্বমানবতা বাকরুদ্ধ। কিন্তু পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘ নীরব। আরব দেশগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। এই মানবতাবিরোধী অপরাধ কোনোভাবে মেনে নেয়া যায় না।
সংসদে গাজায় ইসরাইলি হামলা বন্ধ ও অধিকৃত এলাকা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়। নিন্দা প্রস্তাবের আলোচনায় অংশ নেন সিনিয়র সংসদ সদস্যরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজুলল করিম সেলিম কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি পস্তাবে বলেন, “গাজায় নিরীহ মুসলমান নারী-পুরুষ ও শিশুসহ বাড়ি-ঘর, মসজিদের ওপর ইসরাইল যে নারকীয় হামলা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা হোক। গাজা এলাকায় দখলকৃত সকল জমি ফেরত দেয়া হোক এবং এ সমস্যার স্থায়ী সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হোক। ইসরাইল কর্তৃক এ বর্বরোচিত হামলার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম বলেন, “ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই হত্যাযজ্ঞ হয়েছে। তিনি গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানাচ্ছি। গাজার অধিকৃত এলাকা ফিরিয়ে দিতে হবে।” তিনি ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলায় বিশ্ব নিশ্চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র ছিন্ন ইসলামি দেশগুলোকে বিচ্ছিন্ন করে ফেলছে। ইরাক, সিরিয়া, লিবিয়ার কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এটা করছে। এই সুযোগে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, চিফ হুইপ আ স ম ফিরোজসহ অন্যান্য সংসদ সদস্য নিন্দা প্রস্তাবের ওপর বক্তব্য দেন