বাংলার খবর২৪.কম: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর সাথে সফররত ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী ০৩/০৯/১৪ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
বৈঠকে দু’দেশের মধ্যে সীমান্ত ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অনিল গোস্বামী পররাষ্ট্রমন্ত্রীর সাথে মতবিনিময় করেন। ভারতীয় স্বরাষ্ট্র সচিব বাংলাদেশ-ভারতের মধ্যকার স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং মাহমুদ আলীকে এর ফলাফল সম্পর্কে অবহিত করেন।
ভারতীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটির সফর দু’দেশের সম্পর্কোন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।