অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে Logo বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

রাজন হত্যার নির্মমতা নিয়ে এবার নির্মিত হলো নাটক

সিলেট : সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে। শুধু নির্যাতন নয়, নির্যাতনকারীরা অমানুষিক নির্যাতনের ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ইন্টারনেটের ছড়িয়ে দেয়। এমন নির্মমভাবে হত্যার ঘটনায় নাড়া দিয়েছে সমাজের সর্বস্তরের বিবেককে। এ ঘটনায় সিলেটসহ দেশজুড়ে শুরু হয় তোলপাড়, দাবি উঠে নির্যাতনকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রতিবাদ জানায় মানুষ। এই প্রতিবাদের জোয়ার এখনও বইছে। প্রতিবাদের অংশ হিসেবে রাজন হত্যার নির্মমতা নিয়ে এবার নাটক নির্মিত হয়েছে। নির্মিত ‘অমানুষ’ নাটকটি নির্মাণ করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা।

৪৫ মিনিটের এ নাটকে উঠে এসেছে রাজন খুনের নির্মমতা। এই নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে।

সিলেটের গুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ‘অমানুষ’ নাটকের পোস্টার, বিলবোর্ড, ফেস্টুনসহ নানা প্রচারণা।

নাটকের শেষের দিকে বলা হয়েছে, ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’। নাটকটির নির্মাতা শামীম আহমদ বাদশা জানিয়েছেন, রাজন খুন সামাজিক অবক্ষয়ের এক জ্বলন্ত প্রমাণ। এ কারণে তার খুনের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে নাটকটি নির্মাণ করা হয়েছে। আর যাতে কোনো রাজনকে প্রাণ দিতে না হয় সে ম্যাসেজটি তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এদিকে, রাজনের কাহিনী অবলম্বনে নির্মিত অমানুষ নাটকটির মোড়ক উন্মোচন ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক স্যায়িদ আহমদ বহুলুর’র সভাপতিত্বে ও ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নাটকটির পরিচালক শামীম আহমদ বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাজন খুনের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক রয়েছে। ইতিমধ্যে দেশের ভেতরে থাকা আসামিরা গ্রেফতার হয়েছে। আর সৌদিতে আটক থাকা কামরুল ইসলামকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অধিকাংশ আসামিকে ধরে পুলিশের হাতে দেয় এলাকাবাসী। আলোচিত এ হত্যাকাণ্ডের পর রাজনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান সরকারের একাধিক মন্ত্রী ও এমপি। সাহায্যও করেন রাজনের পরিবারকে। সেই সঙ্গে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন প্রবাসীসহ সিলেটের স্থানীয় বাসিন্দারাও। এমনকি মন্ত্রী ও এমপিরা আশ্বাস দেন দ্রুত হত্যা মামলার নিষ্পত্তির।

১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট সোমবার চার্জশিট আমলে নেন।

পরদিন, ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

৩১ আগস্ট সৌদি আরবে আটক কামরুলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমার মধ্যে পলাতকরা আদালতে হাজির না হওয়ায় আদালত বিচারিক কাজ শুরুর লক্ষে মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।

৭ সেপ্টেম্বর মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে

রাজন হত্যার নির্মমতা নিয়ে এবার নির্মিত হলো নাটক

আপডেট টাইম : ০৯:০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

সিলেট : সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে। শুধু নির্যাতন নয়, নির্যাতনকারীরা অমানুষিক নির্যাতনের ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ইন্টারনেটের ছড়িয়ে দেয়। এমন নির্মমভাবে হত্যার ঘটনায় নাড়া দিয়েছে সমাজের সর্বস্তরের বিবেককে। এ ঘটনায় সিলেটসহ দেশজুড়ে শুরু হয় তোলপাড়, দাবি উঠে নির্যাতনকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রতিবাদ জানায় মানুষ। এই প্রতিবাদের জোয়ার এখনও বইছে। প্রতিবাদের অংশ হিসেবে রাজন হত্যার নির্মমতা নিয়ে এবার নাটক নির্মিত হয়েছে। নির্মিত ‘অমানুষ’ নাটকটি নির্মাণ করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা।

৪৫ মিনিটের এ নাটকে উঠে এসেছে রাজন খুনের নির্মমতা। এই নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে।

সিলেটের গুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ‘অমানুষ’ নাটকের পোস্টার, বিলবোর্ড, ফেস্টুনসহ নানা প্রচারণা।

নাটকের শেষের দিকে বলা হয়েছে, ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’। নাটকটির নির্মাতা শামীম আহমদ বাদশা জানিয়েছেন, রাজন খুন সামাজিক অবক্ষয়ের এক জ্বলন্ত প্রমাণ। এ কারণে তার খুনের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে নাটকটি নির্মাণ করা হয়েছে। আর যাতে কোনো রাজনকে প্রাণ দিতে না হয় সে ম্যাসেজটি তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এদিকে, রাজনের কাহিনী অবলম্বনে নির্মিত অমানুষ নাটকটির মোড়ক উন্মোচন ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক স্যায়িদ আহমদ বহুলুর’র সভাপতিত্বে ও ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নাটকটির পরিচালক শামীম আহমদ বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাজন খুনের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক রয়েছে। ইতিমধ্যে দেশের ভেতরে থাকা আসামিরা গ্রেফতার হয়েছে। আর সৌদিতে আটক থাকা কামরুল ইসলামকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অধিকাংশ আসামিকে ধরে পুলিশের হাতে দেয় এলাকাবাসী। আলোচিত এ হত্যাকাণ্ডের পর রাজনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান সরকারের একাধিক মন্ত্রী ও এমপি। সাহায্যও করেন রাজনের পরিবারকে। সেই সঙ্গে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন প্রবাসীসহ সিলেটের স্থানীয় বাসিন্দারাও। এমনকি মন্ত্রী ও এমপিরা আশ্বাস দেন দ্রুত হত্যা মামলার নিষ্পত্তির।

১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট সোমবার চার্জশিট আমলে নেন।

পরদিন, ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

৩১ আগস্ট সৌদি আরবে আটক কামরুলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমার মধ্যে পলাতকরা আদালতে হাজির না হওয়ায় আদালত বিচারিক কাজ শুরুর লক্ষে মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।

৭ সেপ্টেম্বর মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।