ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর হাসপাতালের বিদ্যুৎ ও পানি সরবরাহ দুই দিন ধরে বন্ধ রয়েছে । এর ফলে ভেঙ্গে পরেছে চিকিৎসা ব্যাবস্থা। চরম র্দূভোগে পড়েছে এখানকার অসংখ্য রোগী তাদের স্বজনরা । গত শুক্রবার সকাল থেকে ট্রান্স মিটার বিকল হয়ে যাবার পর থেকেই পুরো হাসপাতালটির বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই সাথে পানিও। বিদুৎ না থাকার ফলে অপারেশন, বিভিন্ন রকম পরীক্ষাসহ সকল রকমের চিকিৎসা সেবা প্রদান ব্যহত হচ্ছে। ডাক্তাররা মোম বাতি জ্বালিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। একানে ভর্তি হওয়া রোগীরা বাধ্য হয়ে বরিশালে যাচ্ছে চিকিৎসা নিতে। নিন্মবিত্তের মানুষ গুলো পরেছে চরম ভোগান্তিতে। গরমে ছটপট করছে রোগীরা। পানি না থাকায় হাসপাতালে বাথ নোংরা হয়ে দুর্গন্ধ ছরাচ্ছে। গোসল কিংবা টয়লেট-বাথরুমের পানির তীব্র অভাব দেখা দিয়েছে । রাথরুমে যাওয়ার পথও যেন বন্ধ হয়ে গেছে। প্রচন্ড গরমে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছে। এ অবস্থায় রোগী ও তাদের স্বজনরাই বোতল কিংবা কলসীতে করে নিজেদের একান্ত প্রয়োজনের পানি নিজেরাই দূর থেকে সরবরাহ করছে। কিন্তু ওই স্বল্প পানিতে তীব্র গরমের মধ্যে বাথরুম কিংবা গোসলের চাহিদা পূরন হচ্ছে না। আর এতে চরম দূর্ভোগে দিন কাটাতে হচ্ছে হাসপাতালটির অসংখ্য রোগী ও তার স্বজনদের। হাসপাতালে ভর্ত্তি হওয়া সালেহা আক্তার বলেন, ‘ হাসপাতালে দুই দিন ধরে বিদুৎ নাই। প্রচন্ড গরমে এখানের রোগীদের খুব কষ্ট হচ্ছে।’ ঝালকাঠি সদর হাসপাতালের আএমও মানষ কৃষ্ণ বলেন, ‘ বিদুৎ না থাকায় অপারেশন বন্ধ রয়েছে। ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা প্রদান। অনেক কষ্টে আমরা রোগীদের চিকিৎসা দিচ্ছি। ঝালকাঠির সিভিল সার্জন ডা. আব্দুর রহিম বলেন, আমি যত দ্রুত সম্ভব আমরা এটা মেরামতের চেষ্ঠা চালাচ্ছি। বিদ্যু বিভাগকে বলা হয়েছে। এটা ঠিক না হওয়া পর্যন্ত হাসপাতালে বিকল্প ভাবে বিদুৎ সরবারহ করার জন্য বিদুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এব্যাপারে বরিশাল স্বাস্থ্য বিভাগের নির্বহী প্রকৌশলী গোলাম মাহাবুব বলেন, ট্রন্স মিটারের অনেক কিছু পুরে গেছে। বিকল্প ভাবে লাইন করে বিদুৎ সরবারহ করার জন্য চেষ্ঠা চলছে।
শিরোনাম :
ঝালকাঠি সদর হাসপাতালে দু’দিন ধরে বিদ্যুৎ ও পানি নেই: ভোগান্তিতে রোগীরা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
- ১৬৬৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ