ঢাকা: পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মোখলেসুর রহমান জানিয়েছেন ‘মহাসড়কে গরুর ট্রাক থেকে পুলিশের চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না’।
পুলিশ সদর দফতরে রোববার দুপুরে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ‘দু’একজন পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিষয়ে চাঁদা নেয়ার নির্দিষ্ট অভিযোগ থাকে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বরখাস্ত ছাড়াও নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে।