ঢাকা: বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার পরও ভাইস চেয়ারম্যান পদ না পাওয়ায় কাউন্সিল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর জানান, ‘বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার পর কাউন্সিলের অন্য নির্বাচিত সদস্যরা ব্যারিস্টার আমীর-উল ইসলামকেই ভাইস চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের টেলিফোনের পরিপ্রেক্ষিতে কাউন্সিলের সদস্যরা তাঁদের মতামত পরিবর্তন করেন। এরপর তাঁরা বাসেত মজুমদারকে ভাইস চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত নেন। নতুন এই সিদ্ধান্তের কথা জানার পর বার কাউন্সিল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন আমীর-উল ইসলাম।’