
ঢাকা : পশু কোরবানি করার জন্য নির্দিষ্ট স্থানের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন
বলেন, ‘পরিবেশ ঠিক রাখতে আমরা ঢাকাবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করছি। কিন্তু কেউ চাইলে নিজের বাড়ি ও আঙিনায় কোরবানি করতে পারবেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩২৮টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে।
জনগণকে নির্দিষ্ট স্থানে কোরবানি করার জন্য বলা হচ্ছে। কারো এতে সমস্যা হলে সে তার বাড়ির আঙিনায় কোরবানি দিতে পারবে। নির্দিষ্ট স্থানে
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও দুদিন আগে একটি টিভি টকশোতে একই কথা জানিয়েছেন।
নগরীর পরিবেশ ঠিক রাখতে নির্দিষ্ট স্থানে কোরবানি করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছিল দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
এতে অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় যে, নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি করা যাবে না। বিভ্রান্তি দূর করার জন্যই দুই মেয়র বিষয়টি স্পষ্ট করেছেন।