অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১০

বগুড়া: দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী নগর পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত মুখি সাফা মাড়োয়া পরিবহন নামের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড় গামী বাসটির যাত্রী গাইবান্দার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। হতাহতরা সকলেই ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঢাকাগামী বাসটি ঈদে ঘরমুখো যাত্রীদের কুড়িগ্রাম নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। বাস দু’টি বেপরোয়াভাবে চালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় বলে হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা জানান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর পরই আব্দুল কাদের (২৮) এবং আশরাফুল ইসলাম (৩০) নামের আরও দুইজন মারা যান। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বলে জানিয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১০

আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫

বগুড়া: দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী নগর পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত মুখি সাফা মাড়োয়া পরিবহন নামের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড় গামী বাসটির যাত্রী গাইবান্দার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। হতাহতরা সকলেই ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঢাকাগামী বাসটি ঈদে ঘরমুখো যাত্রীদের কুড়িগ্রাম নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। বাস দু’টি বেপরোয়াভাবে চালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় বলে হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা জানান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর পরই আব্দুল কাদের (২৮) এবং আশরাফুল ইসলাম (৩০) নামের আরও দুইজন মারা যান। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বলে জানিয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।