ডেস্ক: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে অন্তত চার বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামালপুর ও সুনামগঞ্জের দুই নারী এবং ফেনীতে ভাই-বোনের মৃত্যুর খবর জানিয়েছে তাদের পরিবার। তাদের কয়েকজন আত্মীয়-স্বজনও আহত হয়েছেন।
জামালপুরের নিহত ফিরোজা খানম শহরের হাটচন্দ্রা মোল্লাবাড়ি এলাকার খন্দকার সিরাজুল ইসলামের স্ত্রী। আর সুনামগঞ্জের নিহত জুলিয়া হুদা শহরের হাজিপাড়া এলাকার মুকুল হুদার স্ত্রী ।
ফেনীর নিহত তাহেরা বেগমের স্বামীর বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামে। আর তার ভাই নিহত নূর নবী মিন্টু থাকেন একই উপজেলার বগাডানা ইউনিয়নে।
জামালপুরের ফিরোজা হাটচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শেষে অবসরে ছিলেন বলে তার ছোট ছেলে খন্দকার ফরিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “আমার মা ও বড় ভাই খন্দকার মোজাহারুল ইসলাম শামীম হজে গিয়েছিলেন। আজ বিকালে ভাই ফোন করে মায়ের মৃত্যুর খবর দিয়েছেন।”
ফিরোজ, শফিউল আজম, ইকবাল বাহার চৌধুরী ও সাইফুল ইসলাম নামে তাদের কয়েকজন আত্মীয়ও আহত হয়েছেন বলে জানান খন্দকার ফরিদুল।
সুনামগঞ্জের জুলিয়া হুদার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তার দেবর সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা স্বপন।
তিনি বলেন, তার ভাই মুকুল হুদা ও ভাবি ফিরোজা হুদা একসঙ্গে হজে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে মুকুল পরিবারের সদস্যদের ফোন করে তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।
এছাড়া জুলিয়ার বড় বোন আফিয়া চৌধুরী আহত হয়ে সৌদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান খায়রুল হুদা।
অপরদিনে ফেনীর তাহেরা ও তার ভাই নূর নবীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তাহেরার নাত-জামাই শেখ আবদুল হান্নান।
তিনি বলেন, তাহেরা, তার ভাই নূর-নবী, ছেলে ইমাম উদ্দিন ও ফাতেমা আক্তার নামে সোনাগাজীর এক নারী একসঙ্গে হজে গিয়েছিলেন।
এদের মধ্যে ইমাম উদ্দিন সন্ধ্যায় ফোন করে তার মা তাহেরা ও মামা নূর-নবীর মৃত্যুর বিষটি পরিবারে জানিয়েছেন। এদিকে তাদের সঙ্গী ফাতেমা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
হতাহতের তালিকায় বাংলাদেশি থাকার কথা জানালেও সংখ্যা জানাতে পারেননি জেদ্দায় বাংলাদেশের হজ অফিসার মো. আসাদুজ্জামান।
তিনি টেলিফোনে বলেন, “হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা জেনেছি, বাংলাদেশি কয়েকজনও হতাহতের মধ্যে আছেন। ”
সৌদি আরবে বাংলাদেশিদের হজ তত্ত্বাবধানে থাকা ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তারা শুনেছেন।
“হতাহত সবার জাতীয়তা ও নাম-পরিচয় জানতে সময় লাগবে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ করতে পারলেই সৌদি সরকার সবার তথ্য প্রকাশ করবে।”
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, “নিশ্চিত কোনো খবর পেলেই আপনাদের জানাতে পারব।”
হজের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ যাওয়ার পথে ভিড়ের চাপে পদদলনের এ ঘটনা ঘটে।
সৌদি সিভিল ডিফেন্স সর্বশেষ ৭১৭ জন নিহত ও ৮৬৩ জন আহত হওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছে।
বাংলাদেশি হাজিদের বিষয়ে খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।