অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল Logo তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল Logo দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস Logo শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধন Logo বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন Logo বগুড়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo নন্দীগ্রামে তারেক রহমানের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল Logo নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা Logo লালমনিরহাট ব্যাটালিয়ন ( ১৫ বিজিবি) কর্তৃক ৩৬১ বোতল ভারতীয় স্কাপ সহ আটক- ১

তিন-চতুর্থাংশ নারীই সাইবার সহিংসতার শিকার : জাতিসংঘ

ডেস্ক: বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারী মোট নারীর মধ্যে তিন-চতুর্থাংশই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হন। এর মধ্যে মাত্র ২৬ শতাংশ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৮৬টি দেশে চালানো জাতিসংঘের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতেও সাইবার সহিংসতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর হার খুবই কম।

‘কমব্যাটিং অনলাইন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইম্যান অ্যান্ড গার্লস : আ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েক-আপ কল’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস ব্রডব্র্যান্ড কমিশন।

প্রতিবেদনে বলা হয়, ভারতে মাত্র ৩৫ শতাংশ নারী তাঁদের বিরুদ্ধে হওয়া সাইবার সহিংসতা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। সহিংসতার শিকার ৪৬ দশমিক ৭ শতাংশ নারী পুলিশের কাছে যান না। ১৮ দশমিক ৩ শতাংশ নারী বুঝতেই পারেন না, তাঁরা সহিংসতার শিকার হচ্ছেন। অথচ ভারতের বেশির ভাগ মানুষ মনে করে, তারা নিরাপদে মত প্রকাশ করতে পারে।

পুরো বিশ্বের সহিংসতার প্রবণতা গবেষণা করে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীরাই বেশির ভাগ ক্ষেত্রে শারীরিক আক্রমণের চেয়ে স্টকিং বা যৌন হয়রানির শিকার বেশি হন।

প্রতিবেদনে আরো বলা হয়, কোনো রকমের বৈশ্বিক পদক্ষেপ না নিলে নারীর প্রতি এ ধরনের সহিংসতা দিন দিন বাড়তেই থাকবে। বিশেষ করে এখন মোবাইলেও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় সাইবার সহিংসতা এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনলাইনে অসামাজিক ও বে আইনি কার্যক্রম নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের কাজ হয়ে পড়েছে।

ব্রডব্র্যান্ড কমিশনের কো-ভাইস চেয়ারম্যান হাওলিন ঝাও বলেন, ‘এই প্রতিবেদনে আমরা বিশ্বজুড়ে নারীর প্রতি সাইবার সহিংসতা সমস্যার সমাধানে কী করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি।’ তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত ক্ষমতায়ন বা জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট একটি দারুণ উৎস। আরো বেশি সংখ্যক নারী যেন এই উৎস ব্যবহার করে সুবিধাগুলো ভোগ করতে পারে, সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।’

প্রতিবেদনটিতে যেসব বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো হলো :

আনুমানিক ৭৩ শতাংশ নারী এরই মধ্যে সাইবার সহিংসতার শিকার হয়েছে।

শারীরিক হুমকি ছাড়াও অনলাইনে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ বছর।

ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের নয় মিলিয়ন নারী মাত্র ১৫ বছর বয়সেই সাইবার সহিংসতার মুখোমুখি হয়।

ইন্টারনেট ব্যবহারকারী পাঁচজন নারীর মধ্যে একজন এমন দেশে বাস করেন, যেখানে সাইবার অপরাধীদের শাস্তি দেওয়া প্রায় অসম্ভব কাজ।

অনেক দেশেই সামাজিক সংস্কারের ভয়ে নারীরা তাঁদের সঙ্গে ঘটা এ ধরনের অপরাধের ব্যাপারে পুলিশকে জানাতে চান না।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক ফুমজিল ম্লামবো বলেন, ‘এসব সাইবার সহিংসতার কারণে ইন্টারনেটের আসল সুফলগুলো পাচ্ছে না মানুষ। এ ছাড়া বেশ কিছু কারণে ইন্টারনেট ব্যবহার করে সহজেই নারীর প্রতি সহিংসতা করা সম্ভব হয়।’

বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রচারাভিযান ও সামাজিক উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে সাইবার সহিংসতা কমানো যায় বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আইন প্রণয়ন ও ইন্টারনেটের সুরক্ষা প্রণয়নের মাধ্যমেও এ সহিংসতা কমানো যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

তিন-চতুর্থাংশ নারীই সাইবার সহিংসতার শিকার : জাতিসংঘ

আপডেট টাইম : ০৭:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক: বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারী মোট নারীর মধ্যে তিন-চতুর্থাংশই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হন। এর মধ্যে মাত্র ২৬ শতাংশ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৮৬টি দেশে চালানো জাতিসংঘের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতেও সাইবার সহিংসতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর হার খুবই কম।

‘কমব্যাটিং অনলাইন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইম্যান অ্যান্ড গার্লস : আ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েক-আপ কল’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস ব্রডব্র্যান্ড কমিশন।

প্রতিবেদনে বলা হয়, ভারতে মাত্র ৩৫ শতাংশ নারী তাঁদের বিরুদ্ধে হওয়া সাইবার সহিংসতা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। সহিংসতার শিকার ৪৬ দশমিক ৭ শতাংশ নারী পুলিশের কাছে যান না। ১৮ দশমিক ৩ শতাংশ নারী বুঝতেই পারেন না, তাঁরা সহিংসতার শিকার হচ্ছেন। অথচ ভারতের বেশির ভাগ মানুষ মনে করে, তারা নিরাপদে মত প্রকাশ করতে পারে।

পুরো বিশ্বের সহিংসতার প্রবণতা গবেষণা করে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীরাই বেশির ভাগ ক্ষেত্রে শারীরিক আক্রমণের চেয়ে স্টকিং বা যৌন হয়রানির শিকার বেশি হন।

প্রতিবেদনে আরো বলা হয়, কোনো রকমের বৈশ্বিক পদক্ষেপ না নিলে নারীর প্রতি এ ধরনের সহিংসতা দিন দিন বাড়তেই থাকবে। বিশেষ করে এখন মোবাইলেও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় সাইবার সহিংসতা এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনলাইনে অসামাজিক ও বে আইনি কার্যক্রম নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের কাজ হয়ে পড়েছে।

ব্রডব্র্যান্ড কমিশনের কো-ভাইস চেয়ারম্যান হাওলিন ঝাও বলেন, ‘এই প্রতিবেদনে আমরা বিশ্বজুড়ে নারীর প্রতি সাইবার সহিংসতা সমস্যার সমাধানে কী করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি।’ তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত ক্ষমতায়ন বা জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট একটি দারুণ উৎস। আরো বেশি সংখ্যক নারী যেন এই উৎস ব্যবহার করে সুবিধাগুলো ভোগ করতে পারে, সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।’

প্রতিবেদনটিতে যেসব বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো হলো :

আনুমানিক ৭৩ শতাংশ নারী এরই মধ্যে সাইবার সহিংসতার শিকার হয়েছে।

শারীরিক হুমকি ছাড়াও অনলাইনে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ বছর।

ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের নয় মিলিয়ন নারী মাত্র ১৫ বছর বয়সেই সাইবার সহিংসতার মুখোমুখি হয়।

ইন্টারনেট ব্যবহারকারী পাঁচজন নারীর মধ্যে একজন এমন দেশে বাস করেন, যেখানে সাইবার অপরাধীদের শাস্তি দেওয়া প্রায় অসম্ভব কাজ।

অনেক দেশেই সামাজিক সংস্কারের ভয়ে নারীরা তাঁদের সঙ্গে ঘটা এ ধরনের অপরাধের ব্যাপারে পুলিশকে জানাতে চান না।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক ফুমজিল ম্লামবো বলেন, ‘এসব সাইবার সহিংসতার কারণে ইন্টারনেটের আসল সুফলগুলো পাচ্ছে না মানুষ। এ ছাড়া বেশ কিছু কারণে ইন্টারনেট ব্যবহার করে সহজেই নারীর প্রতি সহিংসতা করা সম্ভব হয়।’

বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রচারাভিযান ও সামাজিক উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে সাইবার সহিংসতা কমানো যায় বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আইন প্রণয়ন ও ইন্টারনেটের সুরক্ষা প্রণয়নের মাধ্যমেও এ সহিংসতা কমানো যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।