
বাংলার খবর২৪.কম: নির্ধারিত সময়ে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস। বলেছেন, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করতে কাজ চলছ।ে সরকারের বাধা সত্ত্বেও টিমগুলো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হবে না। সোমবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সভা-সমাবেশে বাধা দেয়ার অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বিভিন্ন এলাকায় সাংগঠনিক সভা-সমাবেশ করতে বাধা দিচ্ছে সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকার এ ধরনের ফ্যাসিস্ট আচরণ করবে- আমরা তা স্বাভাবিকভাবে নিয়েছি। যৌথসভার বিষয়ে মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করতে ইতিমধ্যে ১৫টি টিম গঠন করা হয়েছে। ওই কমিটিগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনা করতে দীর্ঘক্ষণ বৈঠক করেছি। সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। তিনি বলেন, সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলো হলো- খিলগাঁও থানা বিএনপির সভাপতির মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণির সুস্থতা কামনা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আগামী ১০ই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপির সাংগঠনিকভাবে সবল না দুর্বল তা পরীক্ষা করার সময় এখনও আসেনি। যখন সময় আসবে তখনও সামর্থ্যের প্রমাণ দেবে। এর আগে বিকাল ৩টায় যৌথসভা শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে। মহানগর বিএনপির আহ্বায়বক মির্জা আব্বাসের সভাপতিত্বে বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, যুব দল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ই জুলাই মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।