ডেস্ক: মিনায় পদদলিত হয়ে মারা যাওয়া হাজী এবং অন্যান্যদের সমাহিত করতে মক্কার ছয়টি কবরস্থানে ৭৪ হাজার ৭শ’ কবর প্রস্তুত করা হচ্ছে। সৌদি সরকারের প্রচার বিভাগের মুখপাত্র ওসামা জায়তুনের বরাত দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি মিনায় প্রতীকি শয়তানকে টার্গেট করে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজীর মৃত্যুর কথা বলা হলে ৭৪ হাজার ৭শ’ কবর কেন প্রস্তুত করা হচ্ছে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা আসেনি ওই খবরে।
এর মধ্যে মালা কবরস্থানে ৩০ হাজার কবর প্রস্তুত করা হচ্ছে। দুহাজার কবর প্রস্তুত রাখা হয়েছে আল-আদেল কবরস্থানে। ২২ হাজার এবং ২০ হাজার কবরের স্থান রয়েছে যথাক্রমে আল-সারিয়া ও আল-হারাম কবরস্থানে।
হজ করতে আসা হাজীদের মৃতদেহ গোসল এবং অন্যান্য ধর্মীয় কার্য সম্পাদন শেষে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে। তবে যদি পরিবার চায় তাহলে ওইসব হাজীদের দেহ মক্কায় দাফন করা হবে বলে জানিয়েছেন জায়তুন।