
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী মারা যান। এসময় আহত হন অন্তত ৫ যাত্রী।
নিহতদের মধ্যে রাজশাহী এলাকার রায়হান নামের একজনের পরিচয় জানাতে পারলেও অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে সকালে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান ঐ বাসের হেলপার। এসময় আহত হন অন্তত ১০ যাত্রী।
একই সময়ে শ্রীপুরে একটি শ্রমিকবাহী গাড়ি রাজেন্দ্র চন্দ্র বর্মন নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত রাজেন্দ্র চন্দ্র বর্মন গাজীপুরের রুটিয়ার চালা গ্রামের জ্ঞান মোহন চন্দ্র বর্মনের ছেলে।