অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল Logo তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল Logo দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস Logo শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধন Logo বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন Logo বগুড়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo নন্দীগ্রামে তারেক রহমানের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল Logo নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা Logo লালমনিরহাট ব্যাটালিয়ন ( ১৫ বিজিবি) কর্তৃক ৩৬১ বোতল ভারতীয় স্কাপ সহ আটক- ১

‘ইনোভেশন ফর কুল আর্থ ফোরামে’ অংশ নিয়েছেন ইউনূস

ঢাকা : জাপানের প্রধানমন্ত্রী শিনজি আবে টোকিওতে “ইনোভেশন ফর কুল আর্থ ফোরাম” এর একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেন।

জ্বালানী ও পরিবেশ বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন এবং এসব প্রযুক্তি প্রসারের মাধ্যমে পরিবেশের পরিবর্তনের সমস্যা মোকাবেলার জন্য ফোরামের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞরা এই সম্মেলনে একত্রিত হন। জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী ফোরামে মূল ভাষণ প্রদাণ করেন এবং কনিকা মিনোল্টর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

দুই দিন ব্যাপী এই ফোরামে বিভিন্ন দেশ থেকে আগত মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক, ব্যবসায়ী নেতা ও নীতি-নির্ধারক সহ ১ হাজারের বেশী ব্যক্তি অংশগ্রহণ করেন। কম কার্বন-নিঃস্বরণকারী প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রীণহাউস গ্যাস স্থায়ীভাবে হ্রাসকরণে নিজেদের মধ্যে চিন্তাধারা বিনিময় ও অংশদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই বিশ্ব নেতারা টোকিওর এই ফোরামে মিলিত হন।

নোবেল শান্তি পুরস্কার ২০০৬ বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্মেলনে প্রদত্ত তাঁর মূল ভাষণে পৃথিবীতে মানুষের জীবন-মান উন্নত করতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ৩টি বিষয়ে “শূন্য” লক্ষ্য অর্জনের শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য প্রকৃত কার্বণ-নিঃসরণে–উদ্যোগ নেবার আহ্বান জানান।

ফোরামের অংশ হিসেবে প্রফেসর ইউনূস কনিকা মিনোল্টার প্রতিনিধির সঙ্গে স্বান্থ্য সেবা বিষয়ে একটি নতুন প্রকল্প চূড়ান্ত করেন। কনিকা মিনোল্টা বহনযোগ্য ডিজিটাল মোবাইল এক্স-রে ইউনিট এবং হাতে ধারণ ও বহন যোগ্য আলট্রাসাউন্ড সরঞ্জাম উৎপাদন করে থাকে। প্রফেসর ইউনূস বাংলাদেশের গ্রামাঞ্চলের সেবা-বঞ্চিত ও দূরবর্তী এলাকার রোগী ও অন্তঃসত্ত্বা মা’দের “গ্রামীণ কল্যাণ”-এর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে চিকিৎসার জন্য এই দুটি বহনযোগ্য সরঞ্জাম ব্যবহারের উদ্দেশ্যে একটি যৌথ উদ্যোগ চূড়ান্ত করেন।

ডিজিটাল মোবাইল এক্স-রে ইউনিট যে সকল রোগ ও সমস্যাগুলো চিহ্নিত করতে পারে সেগুলো হচ্ছে: আর্থরাইটিস, বন্ধ হয়ে যাওয়া রক্তনালি, হাঁড়ের ক্যান্সার, স্তন টিউমার, ফুসফুসের সমস্যা, পরিপাক সংক্রান্ত সমস্যা, প্রসারিত হৃদযন্ত্র, অস্থিভঙ্গ, বিভিন্ন সংক্রমণ, অস্থি ও মাংসপেশীর ভঙ্গুরতা, গিলে ফেলা কোন বস্তু ইত্যাদি। হাতে ধারণ ও বহন যোগ্য আলট্রাসাউন্ড গর্ভজনিত বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণে খুবই কার্যকর।

ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক বলে এ দুটি সরঞ্জামই নিরাপদ। এরা জাপান সরকার থেকে নিরাপত্তা সনদপ্রাপ্ত। এই যন্ত্রগুলো ইন্টারনেট সংযুক্ত এবং এদের প্রদত্ত রিপোর্ট শহরে অবস্থানরত ডাক্তারের সাথে তাৎক্ষণিকভাবে শেয়ার করা যায়।

Tag :

পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

‘ইনোভেশন ফর কুল আর্থ ফোরামে’ অংশ নিয়েছেন ইউনূস

আপডেট টাইম : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫

ঢাকা : জাপানের প্রধানমন্ত্রী শিনজি আবে টোকিওতে “ইনোভেশন ফর কুল আর্থ ফোরাম” এর একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেন।

জ্বালানী ও পরিবেশ বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন এবং এসব প্রযুক্তি প্রসারের মাধ্যমে পরিবেশের পরিবর্তনের সমস্যা মোকাবেলার জন্য ফোরামের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞরা এই সম্মেলনে একত্রিত হন। জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী ফোরামে মূল ভাষণ প্রদাণ করেন এবং কনিকা মিনোল্টর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

দুই দিন ব্যাপী এই ফোরামে বিভিন্ন দেশ থেকে আগত মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক, ব্যবসায়ী নেতা ও নীতি-নির্ধারক সহ ১ হাজারের বেশী ব্যক্তি অংশগ্রহণ করেন। কম কার্বন-নিঃস্বরণকারী প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রীণহাউস গ্যাস স্থায়ীভাবে হ্রাসকরণে নিজেদের মধ্যে চিন্তাধারা বিনিময় ও অংশদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই বিশ্ব নেতারা টোকিওর এই ফোরামে মিলিত হন।

নোবেল শান্তি পুরস্কার ২০০৬ বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্মেলনে প্রদত্ত তাঁর মূল ভাষণে পৃথিবীতে মানুষের জীবন-মান উন্নত করতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ৩টি বিষয়ে “শূন্য” লক্ষ্য অর্জনের শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য প্রকৃত কার্বণ-নিঃসরণে–উদ্যোগ নেবার আহ্বান জানান।

ফোরামের অংশ হিসেবে প্রফেসর ইউনূস কনিকা মিনোল্টার প্রতিনিধির সঙ্গে স্বান্থ্য সেবা বিষয়ে একটি নতুন প্রকল্প চূড়ান্ত করেন। কনিকা মিনোল্টা বহনযোগ্য ডিজিটাল মোবাইল এক্স-রে ইউনিট এবং হাতে ধারণ ও বহন যোগ্য আলট্রাসাউন্ড সরঞ্জাম উৎপাদন করে থাকে। প্রফেসর ইউনূস বাংলাদেশের গ্রামাঞ্চলের সেবা-বঞ্চিত ও দূরবর্তী এলাকার রোগী ও অন্তঃসত্ত্বা মা’দের “গ্রামীণ কল্যাণ”-এর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে চিকিৎসার জন্য এই দুটি বহনযোগ্য সরঞ্জাম ব্যবহারের উদ্দেশ্যে একটি যৌথ উদ্যোগ চূড়ান্ত করেন।

ডিজিটাল মোবাইল এক্স-রে ইউনিট যে সকল রোগ ও সমস্যাগুলো চিহ্নিত করতে পারে সেগুলো হচ্ছে: আর্থরাইটিস, বন্ধ হয়ে যাওয়া রক্তনালি, হাঁড়ের ক্যান্সার, স্তন টিউমার, ফুসফুসের সমস্যা, পরিপাক সংক্রান্ত সমস্যা, প্রসারিত হৃদযন্ত্র, অস্থিভঙ্গ, বিভিন্ন সংক্রমণ, অস্থি ও মাংসপেশীর ভঙ্গুরতা, গিলে ফেলা কোন বস্তু ইত্যাদি। হাতে ধারণ ও বহন যোগ্য আলট্রাসাউন্ড গর্ভজনিত বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণে খুবই কার্যকর।

ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক বলে এ দুটি সরঞ্জামই নিরাপদ। এরা জাপান সরকার থেকে নিরাপত্তা সনদপ্রাপ্ত। এই যন্ত্রগুলো ইন্টারনেট সংযুক্ত এবং এদের প্রদত্ত রিপোর্ট শহরে অবস্থানরত ডাক্তারের সাথে তাৎক্ষণিকভাবে শেয়ার করা যায়।