নরসিংদী : জেলার বেলাব উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ভৈরব ও নরসিংদীর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবতে এ দুর্ঘটনা ঘটে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং ভৈরব হাসপাতালে আরো দু’জন মারা যান।
তবে নিহত বা আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।