ঢাকা: সিনেমার শুটিং চলাকালে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। দ্রুত হাসপাতালে নেয়ার পর তাঁর দেহে অস্ত্রোপচার করা হচ্ছে।
রাজধানীর উত্তরার হইচই শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলার সময় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
ছবির পরিচালক মেহের আফরোজ শাওন রিয়াজের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন।
‘কৃষ্ণপক্ষ’ ছবির ইউনিট সূত্রে জানা গেছে, সংলাপ দেয়ার সময় হঠাৎ করেই রিয়াজের সারা শরীর ঘামতে থাকে। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদ্রোগের বিষয়টি নিশ্চিত করেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
রিয়াজের সর্বশেষ অবস্থা সম্পর্কে রাত ৯টা ৩২ মিনিটে অ্যাপোলো হাসপাতাল থেকে শাওন জানান, ‘রিয়াজ ভাইকে এখন রিং পরানো হচ্ছে। সবাই রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন।’