ঢাকা: রাজধানীর গাবতলীতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে কমিটির প্রধান করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম জাহাঙ্গীর আলম সরকার শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে কমিটির প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুম উজ্জামান ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশিম বিভাগ) মো. সাজ্জাদুর রহমান।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দারুস সালাম থানার উপ-পরির্শদক (এসআই) আবু বক্কর সিদ্দিকী।
তিনি জানান, মামলা করার প্রস্তুতি শেষের দিকে। রাতের মধ্যে মামলা হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে