
ঢাকা : রাজধানীর ভাটারা এলাকার এ্যাপোলো হাসপাতালে পিয়াল সান (৩৫) নামে শ্রীলংকার নাগরিক মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। তার বাবার নাম আরাপাঠা জামাগা হুনাপালা। শ্রীলংকার ২/১১ বালানগোডায় তাদের বাড়ি। রাজধানী ঢাকার ৪ নম্বর সেক্টরের রোড নম্বর-২১ এর ৩ নম্বর বাড়িতে তিনি থাকতেন।
রোববার সকালে তার বুকে ব্যাথা হতে তাকে দ্রুত ভাটারার এ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে তিনি মারা যান। পরে খবর পেয়ে ভাটারা থানার সহকারী পরিদর্শক (এসআই) মিজানুর রহমান তার লাশ উদ্ধারের পর মর্গে পাঠায়।
ভাটারা থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) শবনব জানান, ওনি মারা গেছেন, পুলিশ নিয়ে মর্গে পাঠিয়েছে। পরে পোস্টমর্টেম শেষে তার পরিবারকে লাশটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।