
বাংলার খবর২৪.কম: এক ও দুয়েই আম জনতার কৌতূহলকে পর্বতের শিখরে নিয়ে গিয়েছেন তিনি। এবার তিনের অপেক্ষায় দিন গোনা। আমরা কথা বলছি, বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খানের পরবর্তী ছবি পিকে নিয়ে। প্রথম নগ্ন পোস্টার নিয়েই একেবারে হুলুস্থূলু অবস্থা। কেন নগ্ন হলেন আমির? এ তো অপসংস্কৃতি। এমন অভিযোগ এনে অনেকে আদালতে মামলাও ঠুকেছেন আমিরের বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় পোস্টারেই সবাইকে আরও ১৮০ ডিগ্রি ঘুরে চমকে দিয়েছিলেন আমির। এই সপ্তাহেইে এ ছবির তৃতীয় পোস্টারটিও মুক্তি পেতে যাচ্ছে। দুটি পোস্টারে একেবারে বিপরীত অবতারে দেখা গেছে আমিরকে। পিকের প্রথম পোস্টারে যেখানে নগ্ন আমির হাতে রেডিও ধরে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন। সেখানে দ্বিতীয় পোস্টারে ফিউশন রাজস্থানী পোশাকে হাজির আমির খান। পরনে রাজস্থানী ঘের দেওয়া কুর্তা। এখন তৃতীয় পোস্টারে আমির কিভাবে হাজির হচ্ছেন তা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আমির, অনুস্কা শর্মা, বোমান ইরানি এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটি।