
বাংলার খবর২৪.কম: ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিইয়েছে রাখী সাওয়ান্ত নাচের চ্যালেঞ্জ জানিইয়েছেন সানি লিওনকে। রাখী দাবী করেছেন তিনি সানির থেকে ভালো নাচেন। রাখী বলছেন বলিউডে তিনিই সেরা আইটেম গার্ল। তবে সানি এর জবাবে এখনো তেমন কিছুই বলেন নি। সানি লিওন এখন চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
বর্তমানে বলিউডের সিনেমা সফলতার জন্য আইটেম গার্ল আবশ্যক হয়ে গেছে। সেয় সুবাদে আইটেম গার্লদের মাঝে প্রতিযোগিতাও বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে বলিউডে নিজের অবস্তান টিকিয়ে রাখতে ও খবরের শিরোনাম হতে তিনি এই চ্যালেঞ্জ করেছেন সানি লিওনকে।