
রাজনীতিবিদদের মতোই আমলা, সাংবাদিক এবং বিচারপতি কেউই জবাবদিহিতার উর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, গণতন্ত্র মানে সকলের জবাবদিহিতা। রাজনীতিবিদ, এমপি, মন্ত্রীরা যেমন জবাবদিহিতার উর্ধ্বে নন, বাংলার খবর২৪.কম: তেমনি আমলা, সাংবাদিক এবং বিচারপতিরাও জবাবদিহিতার উর্ধ্বে নন। আইনের উর্ধ্বে নন। তাদেরকেও সমাজের কাছে জবাবদিহি করতে হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ-সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তরুণ লেখক তাসলিমা আক্তার মুক্তির প্রথম উপন্যাস ‘বিভোর রাত’র প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজির অধ্যাপক রোকসানা আহমেদ রুক্সি, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কবি ও সাংবাদিক আহমেদ আখতার এবং ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সোহেল আজাদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার জিয়াউর রহমান মধু।
হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের পাশে বসে আর যাই হোক গণতন্ত্রের চর্চ্চা করা যায়না। গণতন্ত্রের চর্চ্চা করতে হলে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। সমাজের কাছে জবাবদিহি করতে হবে। সবাইকে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, সমাজে বর্তমানে উত্তরণপর্বের সংকটকাল চলছে। এই সংকট সামরিকতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে উত্তরণের। জঙ্গীবাদ থেকে জঙ্গীবাদ উৎখাতের দিকে। অন্যায় থেকে ন্যায়ের দিকে। মন্দ থেকে ভালোর দিকে। এই সংকট উত্তরণের পর্বে ভালো ও মন্দের মধ্যে রেখা টানতে হবে।
বর্তমান সময়ে ভালো-মন্দের রেখা টানার ব্যর্থতার কারণে তরুণ প্রজন্মের লেখকরা সমাজের মূল্যবোধকে তাদের লেখনিতে উজ্জীবিত করতে পারছেনা বলে তথ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সাম্প্রদায়িকতার ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে নতুন সমাজ সৃষ্টি করতে হলে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। দেশ ও পৃথিবীকে জানতে হবে।
ইনু বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা জাতির বিবেককে ধারন করেন। তাই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত তরুণ প্রজন্মকে শত বিপর্যয়ের মধ্যেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির বিবেককে জাগ্রত করতে হবে।
তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে আইন করে খুনীদের রক্ষার যে ষড়যন্ত্র হয়েছিলো, তা থেকে এখনও আমাদের উত্তরণ ঘটেনি। বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী, খুনী ও জঙ্গীবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।