বাংলার খবর২৪.কম স্পোর্টসঃ পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০তে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দলের এমন হারে ব্যাটসম্যানদের খারাপ খেলার কথাই জানালেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিং বিভাগে আরও উন্নতির কথাও বললেন মুশফিক। অন্যদিকে, দলের খেলোয়াড়দের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন।
প্রথম ইনিংসে যেখানে ৭ উইকেটে ৪৮৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আহামরি কিছু করতে পারেনি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে বেকায়দায় ফেলার জন্য যা দরকার ছিলো, তার ছিটেফোটাও করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুশফিক সেঞ্চুরি করলেও, হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাতে বিশাল হার এড়াতে পারেনি সফরকারি বাংলাদেশ।
তবে এমন হারের পেছনে ব্যাটসম্যানদের খারাপ খেলাটাই প্রধান কারণ বলে মনে করেন বাংলাদেশ দলপতি। তাই ব্যাটিং বিভাগে আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘এ টেস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের আরও অনেক বেশি উন্নতি করতে হবে। বিশেষভাবে ব্যাটিংয়ে অনেক বেশি উন্নতি করতে হবে। এছাড়া যার যার কাজটা ছেলেরা যদি করতে পারে তবে পরের ম্যাচে ভালো করতে পারবো আমরা। তাইজুল প্রথম টেস্টেই ভালো পারফর্ম করেছে। আশা করছি পরের টেস্টে তা অব্যাহত থাকবে।’
পঞ্চম দিন হলেও, একরকম সহজ জয়ের স্বাদই পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানরা ছাড়াও বোলাররা নিজেদের পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন। তাই দলের খেলোয়াড়দের প্রশংসাই করলেন ক্যারিবীয় অধিনায়ক রামদিন, ‘প্রথম টেস্টে ভালো খেলেছি আমরা। তবে দ্বিতীয় ইনিংসে ভালো লড়াই করেছে বাংলাদেশ। বিশেষভাবে মুশফিকুর রহিম। এই পিচে দারুণ বল করেছে কেমার রোচ। ব্যাটিংয়ে ক্রেইগ বার্থহোয়াইট তার দক্ষতা দেখিয়েছে। তবে আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ফিল্ডিং নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা রান করেছে এবং বোলাররা উইকেট পেয়েছে। তাই জয়টা সহজ হয়েছে।’
এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ পান ক্যারিবীয় ওপেনার ক্রেইগ বার্থহোয়াইট। আর তাতে প্রথম ইনিংসে লড়াকু স্কোর দাড় করাতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ২১২ রানের নান্দনিক ইনিংস খেলেন বার্থহোয়াইট। তাই ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্থহোয়াইট বলেন, ‘খুবই ভালো লাগছে। এটি কঠিন পিচ ছিল। এ পিচে ব্যাটিং করা কঠিন। চেষ্টা করেছি বড় স্কোর করতে। সফলও হয়েছি। বিশেষভাবে স্পিন বোলিংটা দারুণভাবে সামাল দিয়েছি। এমন ইনিংস পরের ম্যাচেও খেলতে চাই।’ সূত্র: ওয়েবসাইট
শিরোনাম :
ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবেঃ মুশফিক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৪৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ