
ফারুক আহম্মেদ সুজন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাঘ ও প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বিশ্বের সংশ্লিষ্ট সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সকলে মিলে আমরা বাঘ বাঁচাই, প্রকৃতি বাঁচাই।’ তিনি বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার রক্ষার পাশাপাশি এর আবাসস্থল সুন্দরবন রক্ষার জন্যও সকলকে এগিয়ে আসার আহবান জানান।
রবিবার দ্বিতীয় বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাঘ সংরক্ষণের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিশ্ব ‘একটি পর্যায়ে’ পৌঁছেছে। এ পর্যন্ত নেয়া কর্মসূচির মূল্যায়ন ও ঘাটতিগুলো চিহ্নিত করে এখন পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, বাঘ হত্যা ও বাঘের আবাসস্থল সঙ্কোচনের ফলে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। গত একশ’ বছরে বাঘের সংখ্যা এক লাখ থেকে হ্রাস পেয়ে তিন হাজার সাতশতে দাঁড়িয়েছে।
প্রকৃতি রক্ষার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু বাঘ রক্ষাই নয়, প্রাণী বৈচিত্রের বিপুল আধার হিসেবে সুন্দরবনকে রক্ষা করা জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব-পরিবেশের এক অনন্য নিদর্শন এই সুন্দরবন। আমি বিশ্ব সম্প্রদায়কে সুন্দরবন রক্ষায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি।